ঢাকা, সোমবার, ৪ অগাস্ট ২০২৫, ৮:১৩ পূর্বাহ্ন

উপকেন্দ্রে আবারও আগুন, বিদ্যুৎহীন ময়মনসিংহ বিভাগ

ময়মনসিংহের কেওয়াটখালি গ্রিড উপকেন্দ্রে আবার আগুন লেগেছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে আগুন লাগে।

এ কারণে ময়মনসিংহ বিভাগের চার জেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ আছে। এর আগে মঙ্গলবার দুপুরে এখানে অগ্নিকাণ্ড ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে কেওয়াটখালি গ্রিড উপকেন্দ্রে হঠাৎ আগুন দেখতে পান লোকজন। এ সময় আকাশে ধোঁয়ার কুণ্ডলী উড়তে দেখা যায়।

ময়মনসিংহ ফায়ার সার্ভিসের উপপরিচালক আবুল হোসেন বলেন, অগ্নিকাণ্ডের খবর পাওয়ামাত্রই ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। স্বল্প সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

অগ্নিকাণ্ডের ফলে ময়মনসিংহ বিভাগের চার জেলা ময়মনসিংহ, শেরপুর, জামালপুর ও নেত্রকোনায় বিদ্যুৎ সরবরাহ সাময়িক বন্ধ আছে।

এ ব্যাপারে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ময়মনসিংহ অঞ্চলের প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম বলেন, অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে খতিয়ে দেখা হচ্ছে। কাজ শুরু হয়েছে। দ্রুততম সময়ের মধ্যে বিদ্যুৎ সরবরাহ সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন