ঢাকা, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫, ৫:২৬ অপরাহ্ন

সিরিয়ায় ইসরাইলের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৬

ইসরাইলের ক্ষেপণাস্ত্র হামলায় সিরিয়ায় ৬ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। ইসরায়েল টাইমস ও জেরুজালেম পোস্টের প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।

সিরিয়ার কাছ থেকে দখল করে নেয়া গোলান মালভূমি থেকে দেশটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরাইল। এই হামলার ঘটনায় আহত হয়েছে আরও অনেকে।

সোমবার গোলান মালভূমি থেকে একের পর এক ক্ষেপনাস্ত্র হামলা চালাচ্ছিল ইসরায়েল। তাদের অধিকাংশ ক্ষেপণাস্ত্রই ধ্বংস করে সিরিয়ার বিমান বাহিনী। কিন্তু দক্ষিণ দামেস্কের একটি অঞ্চলে আঘাত হানে একটি ক্ষেপণাস্ত্র।

ইসরাইলের দাবি, ইরানি সেনাদের লক্ষ্য করে হামলা চালানো হয়েছে, এতে ৫ ইরানি সেনা নিহত হয়েছে। এছাড়া একাধিক সাধারণ মানুষও নিহত হয়েছে। আহত হয়েছে অনেক।

তবে, সিরিয়ার সেনাবাহিনীর বরাত দিয়ে রয়টার্স বলছে মৃতের সংখ্যা ২। আর দুজনই বেসামরিক লোকজন। যদিও তারা এ বিষয়ে বিস্তারিত কথা বলতে রাজি হয়নি। তবে এই হামলা যে ইসরাইল করেছে সেটা তারা নিশ্চিত করেছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন