মার্কিন নাগরিক, শিল্প-বাণিজ্যিক প্রতিষ্ঠান, হাসপাতাল সহ বিভিন্ন খাতে করোনাভাইরাসজনিত ক্ষতি পুষিয়ে উঠতে সিনেটে পাস হওয়ার পর বিলটি এখন আইনে পরিণত হল। শুক্রবার বিকেলে এই ঐতিহাসিক বিলে প্রেসিডেন্ট ট্রাম্প স্বাক্ষর করেন। সিএনএন
এ উদ্যোগের মূল লক্ষ্য হচ্ছে করোনাভাইরাসের কারণে বেকারত্বের যে বিস্তার ঘটছে তা কাটিয়ে ওঠা। হাসপাতালগুলোকে মূলধন যোগানো ও চিকিৎসা ব্যবস্থা কার্যকরা রাখা। এছাড়া ক্ষুদ্র ব্যবসায়ীদের সহায়তার সাথে সাথে ক্ষতিগ্রস্ত কোম্পানিগুলোকে বিশেষ ঋণ প্রদান।

প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন এই প্যাকেজ সহায়তা যত দ্রুত কম সময়ের মধ্যে পরিবার থেকে শুরু করে কর্মী ও ব্যবসায়ীদের কাছে পৌঁছে যাবে। আমরা ফের যে কোনো সময়ের চেয়ে শক্তিশালী হয়ে উঠব। ফক্স নিউজ