ঢাকা, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫, ১১:৪৫ অপরাহ্ন

ট্রাম্পের সংগ্রামের সহযোগী যে নারীরা

টিফেনি ট্রাম্প, লরা ট্রাম্প, কিমবার্লি গুইফয়েল এবং অবশ্যই ইভাঙ্কা ট্রাম্প সবাই মিলে পরিবারের কাজকে এগিয়ে নিকে কাজ করে যাচ্ছেন। ট্রাম্পের সম্মেলনের স্টেজে সবাইকে বিভিন্ন ভুমিকায় দেখা গেছে।

ডোনাল্ড ট্রাম্পের গুরুত্বপূর্ণ কার্যক্রমগুলোতে তার বংশধরদের অংশগ্রহণ মূল্যায়ন করলে সবার প্রথম ইভাঙ্কা ট্রাম্পের নাম আসবে। তার পরেই রয়েছে দুই ছেলে জুনিয়র ট্রাম্প ও এরিক। সবার শেষে রয়েছে টিফেনি ট্রাম্পের অবস্থান। তবে এবারের সম্মেলনে হাস্যোজ্জলভাবে দারুণ ভাষণে ট্রাম্পকে দ্বিতীয় বারের মতো নির্বাচিত করার আহ্বান জানান তিনি। খবর নিউইয়র্ক টাইমসের।

রাজনৈতিক ঐতিহ্যের অংশ হিসেবে ট্রাম্পের সম্মেলনে তার ৪ সন্তান বক্তব্য রাখের ট্রাম্পের পক্ষে। তাছাড়া ট্রাম্পের ছেলেন বেউ লরা ট্রাম্প এবং ট্রাম্পের গার্লফ্রেন্ড কিমবার্লি গুইফয়েল বক্তব্য রাখেন। প্রার্থীরা সাধারণত নির্বাচনী প্রচারণায় তাদের পরিবারের সদস্যদের নিয়োজিত করে থাকেন। বাইডেনের পরিবারের সদস্যরাও অংশ নিয়েছিলো ডেমোক্রেটদের সম্মেলনে।

তবে অন্য অনেক রাজনৈতিক নেতাদের থেকে ট্রাম্পকে একটু আলাদা মনে হচ্ছে প্রচারণার ক্ষেত্রে। পরিবারের কত সদস্যকে টেলিভিশনের সামনে এনে প্রচারণার কাজ চালানো যায় সেই কৌশলে আগাচ্ছেন ট্রাম্প। তাছাড়া পরিবারের সদস্যদের মধ্য থেকে কত বেশি সংখ্যক নারী সদস্য টেলিভিশনের প্রাইম টাইমে প্রচারণা চালাবে সেটাও একটি কৌশল। অনেকে অবশ্য সম্েমলনকে একটি পারিবারিব শো বলে সমেোরচনা করছেন।

অবস্থাদৃষ্টে মনে হচ্ছে ট্রাম্পে বিরুদ্ধে অনেক নারীকে অবজ্ঞা করার, নারীর প্রতি হেনস্থার অভিযোগ থাকার পরেও তিনিই যেন সকল নারী সদস্যদের মধ্যে বসে থেকে লিঙ্গ বৈষম্যের প্রতীকে পরিণত হয়েছেন।

ট্রাম্প তার বক্তব্যেও বলেছেন, ‘তার প্রশাসনে নারীদের একটি বিশাল অবদান ছিল। এমনকি তাদের মেধাও অসাধারণ।’

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন