ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বুলসোনারু এক সাংবাদিককে ঘুসি মারবেন বলে হুমকি দেয়ার চিত্র ক্যামেরায় ধরা পড়েছে। পারিবারিক দুর্নীতি নিয়ে প্রশ্ন করায় ক্ষুদ্ধ হয়ে উগ্র ডানপন্থি এ নেতা এমন কাণ্ড ঘটান। খবর সিএনএনের।
রোববার ব্রাজিলিয়ায় একটি গির্জা পরিদর্শনে যান বুলসোনারে। যেখানে বাইরে অবস্থান করা একদল সাংবাদিকদের সামনে ও গ্লোবো পত্রিকার এক সাংবাদিককে দুর্নীতি নিয়ে প্রশ্ন করায় হুমকি দেন। প্রেসিডেন্টের বড় ছেলের ব্যাংক হিসাবের দুর্নীতি নিয়ে তার বক্তব্য জানতে চাইলে এ পরিস্থিতির সৃষ্টি হয়।

মাত্র কয়েক হাত দূরে দাড়িয়ে প্রেসিডেন্ট বলেন, আমার মনে হচ্ছে তোমার মুখে একটা ঘুসি মারি। ওকে? এর আগে আগস্ট মাসের শুরুতে দেশটির একটি ম্যাগাজিনে প্রেসিডেন্টের ছেলের দুর্নীতির বিষয়ে রিপোর্ট প্রকাশিত হয়েছিল।