বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) ও ফাইবার হোমের কনসোর্টিয়ামের সঙ্গে বিদ্যুৎ ক্রয় চুক্তি (পিপিসি) স্বাক্ষর করেছে পুঁজিবাজারে জ্বালানি ও বিদ্যুৎ খাতে তালিকাভুক্ত কোম্পানি জিবিবি পাওয়ার লিমিটেড। চট্টগ্রামের হাটহাজারীতে ১৮ মেগাওয়াট (এসি) ক্ষমতাসম্পন্ন সৌর বিদ্যুৎকেন্দ্র স্থাপনের লক্ষ্যে কোম্পানিটি এ চুক্তি করেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, কোম্পানি কর্তৃপক্ষ জানিয়েছে, গত ২৫ জানুয়ারি বিপিডিবি, ফাইবার হোমের কনসোর্টিয়াম ও জিবিবি পাওয়ারের মধ্যে আনুষ্ঠানিকভাবে এ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তির আওতায় চট্টগ্রামের হাটহাজারী ২৩০/১৩২/৩৩ কেভি গ্রিড সাবস্টেশনের নিকট সৌর বিদ্যুৎকেন্দ্রটি স্থাপন করা হবে। কেন্দ্রটি চালু হলে সেখান থেকে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে।
চুক্তির শর্ত অনুযায়ী, পিপিসি স্বাক্ষরের তারিখ থেকে সর্বোচ্চ ২৪ মাসের মধ্যে কেন্দ্রটির নির্মাণকাজ সম্পন্ন করে বাণিজ্যিকভাবে বিদ্যুৎ সরবরাহ শুরু করার কথা রয়েছে।
বাজার সংশ্লিষ্টদের মতে, এই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে নবায়নযোগ্য জ্বালানির উৎপাদন বাড়বে এবং দেশের বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায় ইতিবাচক অবদান রাখবে। পাশাপাশি, এটি জিবিবি পাওয়ারের ব্যবসা সম্প্রসারণ ও আয় বৃদ্ধির সম্ভাবনাও তৈরি করবে। দেশের জ্বালানি খাতে সৌরবিদ্যুতের ব্যবহার বাড়াতে সরকারের দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবেই এ ধরনের প্রকল্পগুলোকে গুরুত্ব দেওয়া হচ্ছে।