প্রশাসনের আশ্বাসের পরিপ্রেক্ষিতে সুন্দরবনে চলাচল করা পর্যটকবাহী নৌযান ধর্মঘট প্রত্যাহার করেছে মালিকপক্ষ। মঙ্গলবার রাতে মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার সুমি, মোংলা-রামপাল সার্কেলের পুলিশ সুপার রিফাতুল ইসলাম এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীনুর রহমানের আশ্বাসের পরিপ্রেক্ষিতে নৌযান মালিকরা ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছেন।
এর আগে মঙ্গলবার দুপুরে নৌপরিবহন অধিদফতরের ডিজির (শিপিং) বিরদ্ধে হয়রানির অভিযোগ এনে প্রতিকার চেয়ে স্থানীয় প্রশাসনের বিভিন্ন দফতরে স্মারকলিপি দেন নৌযান মালিকরা। সেই স্মারকলিপির পরিপ্রেক্ষিতে কর্তৃপক্ষ নোটিশ ছাড়া কোনও অভিযান পরিচালনা ও হয়রানি করবেন না বলে নৌযান মালিকদের আশ্বস্ত করে স্থানীয় প্রশাসন। এরপর নৌযান মালিকরা তাদের চলমান ধর্মঘট প্রত্যাহার করে নেন।
মোংলা বন্দর যন্ত্রচালিত মাঝিমাল্লা সংঘের সভাপতি দেলোয়ার হোসেন বলেন, ‘কোনও নোটিশ ছাড়া রবিবার নৌপরিবহনের কর্মকর্তারা মোংলার ফেরিঘাট এলাকায় অন্তত ৩০টি জালিবোটের উপরের অংশের (ছাদ) অবকাঠামো ভেঙে ও কেটে আসবাবপত্র নিয়ে যান, পাশাপাশি জরিমানা করেন। এর প্রতিবাদে নৌযান মালিকরা সোমবার ভোর থেকে ধর্মঘটের ডাক দেন এবং এর প্রতিকার চেয়ে বোট মালিকপক্ষ মঙ্গলবার স্থানীয় প্রশাসনের বিভিন্ন দফতরে স্মারকলিপি দেন।’