এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির জনসভা অনুষ্ঠিত হচ্ছে। মর্যাদাপূর্ণ এই আসনে সিলেট থেকে প্রচারণা শুরু করতে যাচ্ছে দলটি। এ উপলক্ষ্যে আলিয়া মাদরাসা মাঠের জনমঞ্চে উপস্থিত হয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে সভামঞ্চে উপস্থিত হন তিনি। এ সময় উপস্থিত নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দিয়ে তাকে মঞ্চে স্বাগত জানান। তার ঘোষিত ‘আই হ্যাভ এ প্ল্যান’ শীর্ষক বক্তব্যে দেশের রাজনীতি, অর্থনীতি ও সার্বিক উন্নয়ন বিষয়ক চিন্তাভাবনা তুলে ধরেন তিনি।
জানা গেছে, সাবেক তিন বারের প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুর পর এটি তারেক রহমানের সিলেট সফরের প্রথম পর্ব। সর্বশেষ দলটির চেয়ারপার্সন খালেদা জিয়া ২০২৮ সালে সিলেট সফর করেন। সেই হিসেব অনুসারে, মায়ের সফরের সাত বছর পর তারেক রহমান সিলেটে আসেন, দলের গুরুদায়িত্ব কাঁধে নিয়ে। এবার তিনি সিলেটের ঐতিহাসিক আলিয়া মাদরাসা মাঠ থেকে প্রধান অতিথি হয়ে ভাষণ দেবেন। স্মরণাতীত কালের মধ্যে এটি হতে যাচ্ছে বিএনপির সর্ববৃহৎ জনসমাবেশ।