পুঁজিবাজারে তালিকাভুক্ত পাঁচ কোম্পানির গত ৩০ জুন,২০২৫ সমাপ্ত অর্থবছরের ঘোষিত লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানি দুইটি হচ্ছে- এমজেএল বাংলাদেশ, স্কয়ার টেক্সটাইল, স্কয়ার ফার্মা,একমি ল্যাবরেটরিজ ও ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস লিমিটেড।
সূত্র মতে, সমাপ্ত হিসাববছরের ঘোষিত নগদ লভ্যাংশ বাংলাদেশ ইলেকট্রিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্কের (বিইএফটিএন) মাধ্যমে বিনিয়োগকারীদের ব্যাংক হিসাবে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য, আলোচ্য অর্থবছরে এমজেএল বাংলাদেশ ৫২ শতাংশ নগদ, স্কয়ার টেক্সটাইল ৩২ শতাংশ নগদ, স্কয়ার ফার্মা ১২০ শতাংশ নগদ, একমি ল্যাবরেটরিজ ৩৫ শতাংশ নগদ, ইউনিক হোটেল ১৬ শতাংশ নগদ লভ্যাংশ বিতরণ করেছে।
বিজনেস আই/