ঢাকা, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ৬:৪২ অপরাহ্ন

আইএসও ২৭০০১:২০২২ সনদ অর্জন তথ্য নিরাপত্তায় আন্তর্জাতিক মানে আরও এক ধাপ এগোল ইউসিবি

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) তাদের ইনফরমেশন সিকিউরিটি ম্যানেজমেন্ট সিস্টেম (আইএমএস)-এর জন্য আন্তর্জাতিকভাবে স্বীকৃত আইএসও/আইইসি ২৭০০১: ২০২২ (ISO/IEC 27001:2022) সনদ অর্জন করেছে। বাংলাদেশে যে অল্প কয়েকটি ব্যাংক এই সনদ অর্জন করেছে, তার মধ্যে ইউসিবি অন্যতম। আইএসও/আইইসি হলো আন্তর্জাতিক মান সংস্থা আইএসও (International Organization for Standardization) এবং আইইসি (International Electrotechnical Commission)–এর যৌথভাবে প্রণীত বিভিন্ন মানদণ্ডের সমষ্টি। এসব মান সাধারণত তথ্য সুরক্ষা, পরিচালন এবং গুণগত ব্যবস্থাপনা–সংক্রান্ত ক্ষেত্রগুলোতে ব্যবহৃত হয়।

এই অর্জনের মাধ্যমে ডিজিটাল যুগে তথ্য নিরাপত্তা ও সাইবার ঝুঁকি ব্যবস্থাপনায় ব্যাংকটির অঙ্গীকার আরও সুদৃঢ় করল।
এ উপলক্ষে সম্প্রতি ইউসিবির প্রধান কার্যালয়ে এক সনদ হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ফ্রান্সভিত্তিক আন্তর্জাতিক সার্টিফিকেশন কর্তৃপক্ষ বুরো ভেরিটাস বাংলাদেশের কান্ট্রি হেড মুকুট কে. বড়ুয়া এবং ইআইসি’র সিইও মশিউল ইসলাম আনুষ্ঠানিকভাবে সনদটি ইউসিবির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামদুদুর রশিদের হাতে তুলে দেন। এ সময় ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ, বিভিন্ন বিভাগের প্রধানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মোহাম্মদ মামদুদুর রশীদ বলেন, “ডিজিটাল যুগে সাইবার ঝুঁকি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। আইএসও/আইইসি ২৭০০১: ২০২২ সনদ অর্জনের মাধ্যমে ইউসিবির তথ্য নিরাপত্তা কাঠামো আরও শক্তিশালী হয়েছে এবং তা আন্তর্জাতিক মানের সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ হয়েছে।”

উল্লেখ্য, ইউসিবি সব সময়ই আন্তর্জাতিক মান বজায় রেখে সর্বাধুনিক তথ্যপ্রযুক্তির মাধ্যমে আইটি অবকাঠামোর নিরাপত্তা সুরক্ষিত রাখতে বদ্ধ পরিকর। আইএসও/আইইসি ২৭০০১: ২০২২ সনদ অর্জন এরই ধারবাহিকতা। সুরক্ষাব্যবস্থা নিয়মিত হালনাগাদ করার কারণে ইউসিবির আইটি অবকাঠামোর নিরাপত্তা ব্যবস্থা কখনও বিঘ্নিত হয়নি, সেবাদানও ব্যাহত হয়নি।

তথ্যপ্রযুক্তি ও তথ্য নিরাপত্তা খাতে ইউসিবি ইতোমধ্যে একাধিক গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জন করেছে। এর মধ্যে রয়েছে উচ্চ নিরাপত্তাসম্পন্ন ডাটা সেন্টার, বৃহৎ ভার্চুয়ালাইজেশন প্ল্যাটফর্ম, দৃঢ় কোর ব্যাংকিং সিস্টেম, সুশৃঙ্খল ও লোড-ব্যালান্সড নেটওয়ার্ক অবকাঠামো, উন্নত সফটওয়্যার ডেভেলপমেন্ট সক্ষমতা এবং নিজস্ব কোর ব্যাংকিং সিস্টেম কাস্টমাইজেশন টিম।

সর্বশেষ এই সনদ অর্জনের মাধ্যমে ইউসিবি গ্রাহকদের জন্য নিরাপদ, নির্ভরযোগ্য ও আন্তর্জাতিক মানসম্পন্ন ব্যাংকিং সেবা নিশ্চিত করার প্রতিশ্রুতি আরও একবার পুনর্ব্যক্ত করল।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ