ঢাকা, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ৮:৩০ অপরাহ্ন

৫৭ লাখ ৭৫ হাজার টাকা বিনিয়োগ করবে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি অলিম্পিক ইন্ডাস্ট্রিজ ১৯.২৫ ডেসিমেল জমি কেনার সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিটি নারায়ণগঞ্জে অলিম্পিক ইন্ডাস্ট্রিজের নামে এই জমি কিনবে। জমি কিনতে কোম্পানিটির মোট ৫৭ লাখ ৭৫ হাজার টাকা ব্যয় হবে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, জমি কিনতে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ রেজিস্টেশন, ভ্যাট, ট্যাক্স ও অন্যান্য চার্জ বহন করবে।

কোম্পানিটির উদ্যোক্তা শেয়ারহোল্ডার তৃপ্তি ইন্ডাস্ট্রিজ অলিম্পিক ইন্ডাস্ট্রিজের নামে কোম্পানিটি প্রতিটি ১০ টাকার ২ লাখ শেয়ারে ২০ লাখ টাকা বিনিয়োগ করবে।

কোম্পানিটির অনুমোদিত মূলধন ৫০ কোটি টাকা। প্রতিটি ১০ টাকার শেয়ারে ৫ কোটি টাকা লভ্যাংশ দেবে। আর কোম্পানির পরিশোধিত মূলধন ৫০ লাখ টাকা। প্রতিটি ১০ টাকার শেয়ারে ৫ লাখ টাকা লভ্যাংশ দেবে।

বিজনেস আই/

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ