ঢাকা, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ৪:৪৪ পূর্বাহ্ন

লেনদেনের শীর্ষস্থান ওরিয়ন ইনফিউশনের দখলে

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ মঙ্গলবার লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির তালিকায় উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন। কোম্পানিটির আজ ২৬ কোটি ১৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, আজ ডিএসইতে কোম্পানিটির ৫ হাজার ৩৯৪ বার হাতবদল হয়েছে।

লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে স্কয়ার ফার্মা পিএলসি। কোম্পানিটির ২০ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজের  ১৫ কোটি  ৮৩ লাখ টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে বাংলাদেশ শিপিং কর্পোরেশন ১৫ কোটি ৪৮ লাখ, সিটি ব্যাংক ১৫ কোটি ৪০ লাখ, এশিয়াটিক ল্যাবরেটরিজ ১৪ কোটি ৭৮ লাখ, বেক্সিমকো ফার্মা ১২ কোটি ২৮ লাখ,লাভেলো আইসক্রিম ১১ কোটি ৪৭ লাখ, ক্রিস্টাল ইন্স্যুরেন্স ১০ কোটি ৮৫ লাখ ও প্যারামাউন্ট ইন্স্যুরেন্স ১০ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ