ঢাকা, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ৪:৪১ পূর্বাহ্ন

এনআরবিসি আল আমিন ইসলামিক ব্যাংকিংয়ের ৬ষ্ঠ বার্ষিকী পালন

এনআরবিসি ব্যাংকের সম্পূর্ণ শরীয়াহভিত্তিতে পরিচালিত ‘আল আমিন ইসলামিক ব্যাংকিং’ উইন্ডোর চালুর ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে। মঙ্গলবার ২০ জানুয়ারি, ২০২৬ তারিখে ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত দোয়া মাহফিলের প্রধান অতিথি ছিলেন শরীয়াহ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মো. তৌহিদুল আলম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপব্যবস্থাপনা পরিচালক ও সিওও মোহাম্মদ আব্দুল কাইয়ুম খান, আল আমিন ইসলামিক ব্যাংকিং ডিভিশনের প্রধান আব্দুল গফুর রানা প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জানানো হয়, গ্রাহকদের ইসলামী ব্যাংকিং সেবা প্রদানের লক্ষ্যে ২০২০ সালের ২০ জানুয়ারি পৃথক ‘আল আমিন’ ইসলামিক ব্যাংকিং উইন্ডো চালু করা হয়। বর্তমানে ব্যাংকের ১০৯টি শাখা ও ৪১৫টি উপশাখা রয়েছে। ব্যাংকের সকল শাখা ও উপশাখায় ইসলামী ব্যাংকিং সেবা প্রদান করা হচ্ছে।

সৈয়দ মোহাম্মদ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী বলেন, শরীয়াহ নীতিসমূহ সম্পূর্ণভাবে পরিপালন করে আল আমিন ইসলামিক ব্যাংকিং উইন্ডোর মাধ্যমে গ্রাহকদের সবধরনের ইসলামি ব্যাংকিং সেবা প্রদান করা হচ্ছে। গ্রাহকদের সঙ্গে লাভ-ক্ষতি ভাগাভাগির মাধ্যমে সুদমুক্ত এই ব্যাংকিং লেনদেন কার্যক্রম আরও জোরদার করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

এনআরবিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ড. মো. তৌহিদুল আলম খান বলেন, এনআরবিসি ব্যাংকের সকল শাখা-উপশাখায় আল আমিন ইসলামী ব্যাংকিং সেবা প্রদান করা হচ্ছে। ইসলামী ব্যাংকিং উইন্ডোর মাধ্যমে আমানত, বিনিয়োগ প্রতিনিয়ত বাড়ছে। ন্যায়ভিত্তিক অর্থনৈতিক কাঠামো বিনির্মাণের লক্ষে ইসলামি ব্যাংকিং উইন্ডোর কার্যক্রম বৃদ্ধিতে আমরা বিশেষ কর্মসূচি গ্রহণ করেছি।

মাহফিলে এনআরবিসি আল-আমিন ইসলামিক ব্যাংকিং-এর উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি এবং দেশবাসীর জন্য শান্তি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ