ঢাকা, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ২:৩০ পূর্বাহ্ন

টাইব্রেকারে নাইজেরিয়াকে হারিয়ে আফকন ফাইনালে মরক্কো

আফ্রিকা কাপ অব নেশনসের সেমিফাইনালে নাটকীয় জয় পেয়েছে স্বাগতিক মরক্কো। রাবাতে বুধবার নাইজেরিয়ার বিপক্ষে নির্ধারিত সময় ও অতিরিক্ত সময় শেষে ম্যাচ ০-০ গোলে শেষ হয়। এরপর টাইব্রেকারে মরক্কো জেতে ৪-২ ব্যবধানে।

টাইব্রেকারে মরক্কোর গোলকিপার ইয়াশিন বনো দুটি শট ঠেকান। নাইজেরিয়ার স্যামুয়েল চুকউয়েজে ও ব্রুনো অনিয়েমেচির শট তিনি সহজেই রুখে দেন। পরে ইউসুফ এন নেসিরি জয়সূচক স্পট কিক নেন। এতে ফাইনালের টিকিট নিশ্চিত করে মরক্কো।

৫০ বছর পর প্রথম আফ্রিকান শিরোপার স্বপ্নে আরও এক ধাপ এগিয়ে গেল মরক্কো। রোববার রাবাতেই ফাইনালে তাদের প্রতিপক্ষ ২০২১ সালের চ্যাম্পিয়ন সেনেগাল। অন্যদিকে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে খেলবে নাইজেরিয়া ও মিসর।

টাইব্রেকারের আগে ১২০ মিনিটের খেলায় দুই দলই খুব বেশি সুযোগ পায়নি। মরক্কো তুলনামূলক বেশি আক্রমণ করেছে। তবে নাইজেরিয়ার গোলকিপার স্ট্যানলি নওয়াবালি বেশ কয়েকটি ভালো সেভ করেন।

টুর্নামেন্টে সবচেয়ে বেশি গোল করা দল হিসেবে সেমিফাইনালে এসেছিল নাইজেরিয়া। কিন্তু এই ম্যাচে তারা আক্রমণে খুব দুর্বল ছিল। ভিক্টর ওসিমেন কয়েকবার বল পেলেও সুযোগ কাজে লাগাতে পারেননি।

মরক্কো পুরো ম্যাচে ছিল গুছানো ও ধৈর্যশীল। ইসমাইল সাইবারি ও আয়ুব এল কাবি সুযোগ তৈরি করলেও গোল হয়নি। নায়েফ আগুয়ের্দের হেডার পোস্টে লেগে ফিরে আসে। তখনই বোঝা যাচ্ছিল ম্যাচ গড়াবে টাইব্রেকারে।

শেষ পর্যন্ত বনোর দুটি সেভ আর এন নেসিরির সফল শটে ২০০৪ সালের পর প্রথমবার আফকন ফাইনালে উঠল মরক্কো। এবার শিরোপা জয়ের সামনে তাদের বড় পরীক্ষা সেনেগালের বিপক্ষে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ