ঢাকা, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন

সূচকের সাথে লেনদেনও ইতিবাচক

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার মূল্য সূচকের বড় উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ১৯৩টি কোম্পানির দর বেড়েছে। এদিন ডিএসইতে টাকার অংকে লেনদেনও বেড়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

বুধবার ডিএসইতে ৪৬৫ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। আজ ডিএসইতে আগের দিন থেকে ১০ কোটি ৯৯ লাখ টাকা বেশি লেনদেন হয়েছে। গতকাল ডিএসইতে ৪৫৪ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

সপ্তাহের চতুর্থ  কর্মদিবসে ডিএসই প্রধান সূচক ডিএসইএক্স ৩৯ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৯৯২ পয়েন্টে অবস্থান করছে। অন্য সূচকগুলোর মধ্যে- ডিএসই–৩০ সূচক ১৭ পয়েন্ট  বেড়ে ১ হাজার ৯১৩ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া ডিএসইএস বা শরীয়াহ সূচক ৩ পয়েন্ট বেড়েছে।

আজ ডিএসইতে লেনদেন হওয়া ৩৮৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৯৩টির, দর কমেছে ১৩১টির এবং দর অপরিবর্তীত রয়েছে ৬৪টির।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ