ঢাকা, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন

ওরিয়নেই আস্থা বিনয়োগকারীদের

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ সোমবারও লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির তালিকায় উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড। কোম্পানিটির আজ ২২ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

আগের দুই কর্মদিবসও ওরিয়ন ই্নফিউশন লেনদেনের শীর্ষে ছিল।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, আজ ডিএসইতে কোম্পানিটির ৩ হাজার ৫৫৮ বার হাতবদল হয়েছে।

লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে উত্তরা ব্যাংক পিএলসি। কোম্পানিটির ১৭ কোটি ২৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

মালেক স্পিনিং ১৩ কোটি ৯১ লাখ টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে সেন্ট্রাল ইন্স্যুরেন্সের ১৩ কোটি ৬৮ লাখ, সিটি ব্যাংকের ১৩ কোটি ৪৩ লাখ, স্কয়ার ফার্মার ১২ কোটি ৫৬ লাখ, সায়হাম টেক্সটাইলের ১০ কোটি ৭৮ লাখ, সায়হাম কটনের ৯ কোটি ৪০ লাখ, ক্রিস্টাল ইন্স্যুরেন্সের ৮ কোটি ৩০ লাখ ও রহিমা ফুড ৮ কোটি ১০ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ