দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি সম্প্রতি তাদের বার্ষিক ঝুঁকি বিষয়ক সম্মেলন ২০২৫ আয়োজন করেছে। এবারের সম্মেলনের মূল প্রতিপাদ্য ছিল—“টেকসই প্রবৃদ্ধির জন্য প্রোঅ্যাকটিভ রিস্ক ম্যানেজমেন্ট”। ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালনা পর্ষদের মাননীয় চেয়ারম্যান ডাঃ আরিফুর রহমান। সভাপতিত্ব করেন রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান ও স্বতন্ত্র পরিচালক মো. সাজ্জাদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বতন্ত্র পরিচালক ও এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান সৈয়দ ফরিদুল ইসলাম এবং স্বতন্ত্র পরিচালক ও প্রিমিয়ার ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের চেয়ারম্যান এম. নুরুল আলম, এফসিএস, সিসিইপি-আই, সিজিআইএ।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মো. মনজুর মফিজ; অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এবং গুলশান শাখা ব্যবস্থাপক নাসিম সেকান্দার, উপ-ব্যবস্থাপনা পরিচালক এবং মতিঝিল শাখা ব্যবস্থাপক নিয়ামত উদ্দিন আহমেদ; উপ-ব্যবস্থাপনা পরিচালক এবং দিলকুশা শাখা ব্যবস্থাপক আবদুল কাইয়ুম চৌধুরী; উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চিফ ক্রেডিট অফিসার মোহাম্মদ আল-আমীন; উপ-ব্যবস্থাপনা পরিচালক এস এম ওয়ালি উল মোর্শেদ; এবং এসইভিপি ও চিফ রিস্ক অফিসার মো. নকীবুল ইসলাম সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সম্মেলনে আন্তর্জাতিক মানদণ্ড ও বাংলাদেশ ব্যাংক-এর নির্দেশনার আলোকে ব্যাংকের রিস্ক গভর্নেন্স ফ্রেমওয়ার্ক আরও সুদৃঢ় করার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। সম্মেলনের অংশগ্রহণকারীরা টেকসই প্রবৃদ্ধি ও দীর্ঘমেয়াদি আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করতে প্রোঅ্যাকটিভ রিস্ক ম্যানেজমেন্ট, দৃঢ় ক্যাপিটাল প্ল্যানিং এবং Basel III নীতিমালার কঠোর অনুসরণ-এর ওপর গুরুত্ব আরোপ করেন।
সম্মেলনের বিশেষ সেশনে “Minimum Capital Requirement (MCR) and ICAAP: A Case Study” শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন রিস্ক ম্যানেজমেন্ট ডিভিশনের অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ নাসির উদ্দিন। তিনি প্রভিশনিং ঘাটতির ফলে CRAR ও লিভারেজ রেশিওর ওপর সম্ভাব্য প্রভাব এবং ভবিষ্যতমুখী ক্যাপিটাল প্ল্যানিং ও বিচক্ষণ রিস্ক অ্যাসেসমেন্টের গুরুত্ব তুলে ধরেন।
মো. আলমগীর, সহযোগী অধ্যাপক, বিআইবিএম এবং ড. মো. শহিদ উল্লাহ, সহযোগী অধ্যাপক, বিআইবিএম- সমসাময়িক রিস্ক ম্যানেজমেন্ট পদ্ধতি, নিয়ন্ত্রক প্রত্যাশা এবং বর্তমান আর্থিক পরিবেশের বাস্তব চ্যালেঞ্জ নিয়ে গুরুত্বপূর্ণ মতামত প্রদান করেন।



















