ঢাকা, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫, ৪:২২ অপরাহ্ন

প্রিমিয়ার ব্যাংক পিএলসি-এর বার্ষিক ঝুঁকি বিষয়ক সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত

দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি সম্প্রতি তাদের বার্ষিক ঝুঁকি বিষয়ক সম্মেলন ২০২৫ আয়োজন করেছে। এবারের সম্মেলনের মূল প্রতিপাদ্য ছিল—“টেকসই প্রবৃদ্ধির জন্য প্রোঅ্যাকটিভ রিস্ক ম্যানেজমেন্ট”। ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালনা পর্ষদের মাননীয় চেয়ারম্যান ডাঃ আরিফুর রহমান। সভাপতিত্ব করেন রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান ও স্বতন্ত্র পরিচালক মো. সাজ্জাদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বতন্ত্র পরিচালক ও এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান সৈয়দ ফরিদুল ইসলাম এবং স্বতন্ত্র পরিচালক ও প্রিমিয়ার ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের চেয়ারম্যান এম. নুরুল আলম, এফসিএস, সিসিইপি-আই, সিজিআইএ।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মো. মনজুর মফিজ; অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এবং গুলশান শাখা ব্যবস্থাপক নাসিম সেকান্দার, উপ-ব্যবস্থাপনা পরিচালক এবং মতিঝিল শাখা ব্যবস্থাপক নিয়ামত উদ্দিন আহমেদ; উপ-ব্যবস্থাপনা পরিচালক এবং দিলকুশা শাখা ব্যবস্থাপক আবদুল কাইয়ুম চৌধুরী; উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চিফ ক্রেডিট অফিসার মোহাম্মদ আল-আমীন; উপ-ব্যবস্থাপনা পরিচালক এস এম ওয়ালি উল মোর্শেদ; এবং এসইভিপি ও চিফ রিস্ক অফিসার মো. নকীবুল ইসলাম সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সম্মেলনে আন্তর্জাতিক মানদণ্ড ও বাংলাদেশ ব্যাংক-এর নির্দেশনার আলোকে ব্যাংকের রিস্ক গভর্নেন্স ফ্রেমওয়ার্ক আরও সুদৃঢ় করার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। সম্মেলনের অংশগ্রহণকারীরা টেকসই প্রবৃদ্ধি ও দীর্ঘমেয়াদি আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করতে প্রোঅ্যাকটিভ রিস্ক ম্যানেজমেন্ট, দৃঢ় ক্যাপিটাল প্ল্যানিং এবং Basel III নীতিমালার কঠোর অনুসরণ-এর ওপর গুরুত্ব আরোপ করেন।

সম্মেলনের বিশেষ সেশনে “Minimum Capital Requirement (MCR) and ICAAP: A Case Study” শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন রিস্ক ম্যানেজমেন্ট ডিভিশনের অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ নাসির উদ্দিন। তিনি প্রভিশনিং ঘাটতির ফলে CRAR ও লিভারেজ রেশিওর ওপর সম্ভাব্য প্রভাব এবং ভবিষ্যতমুখী ক্যাপিটাল প্ল্যানিং ও বিচক্ষণ রিস্ক অ্যাসেসমেন্টের গুরুত্ব তুলে ধরেন।

মো. আলমগীর, সহযোগী অধ্যাপক, বিআইবিএম এবং ড. মো. শহিদ উল্লাহ, সহযোগী অধ্যাপক, বিআইবিএম- সমসাময়িক রিস্ক ম্যানেজমেন্ট পদ্ধতি, নিয়ন্ত্রক প্রত্যাশা এবং বর্তমান আর্থিক পরিবেশের বাস্তব চ্যালেঞ্জ নিয়ে গুরুত্বপূর্ণ মতামত প্রদান করেন।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ