বানিজ্যিক রাজধানী চট্টগ্রামে প্রতিষ্ঠিত ফার্নেস তেল ভিত্তিক বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠান বারাকা পতেংগা পাওয়ার লিমিটেড-এর ১৫তম বার্ষিক সাধারণ সভা (হাইব্রিড সিস্টেম) কোম্পানি সেক্রেটারি মোহাম্মদ রানা এর সঞ্চালনায় অদ্য বুধবার (২৪ শে ডিসেম্বর) ১০২, আজাদি মীরবক্সটুলা, সিলেট এ অবস্থিত হোটেল রয়েল মার্ক এ অনুষ্ঠিত হয়।
কোম্পানিটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে আনুষ্ঠানিকতা আরম্ভ হওয়ার পর কোম্পানি সেক্রেটারি মোহাম্মদ রানা সম্মানিত পরিচালনা পর্ষদ ও উপস্থিত শেয়ার হোল্ডারদের স্বাগত জানিয়ে অনুষ্ঠানের মূল পর্ব আরম্ভ করেন।
স্বাগত বক্তব্যে বারাকা পতেংগা পাওয়ার লিমিটেডের সম্মানিত চেয়ারম্যান গোলাম রাব্বানী চৌধুরী সকল শেয়ারহোল্ডারকে কোম্পানির পাশে থাকার জন্য শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানিয়েছেন। তিনি কোম্পানির বর্তমান কার্যক্রম, আর্থিক পারফরম্যান্স, ভবিষ্যৎ ব্যবসায়িক পরিকল্পনা, প্রবৃদ্ধির সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে বিস্তারিত বক্তব্য প্রদান করেন। চেয়ারম্যান প্রতিষ্ঠানসমূহের টেকসই উন্নয়ন, স্বচ্ছতা এবং শেয়ারহোল্ডারদের স্বার্থ সংরক্ষণে গ্রুপের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
ব্যবস্থাপনা পরিচালক ফয়সল আহমদ চৌধুরী তাঁর বক্তব্যে পরিচালক ও শেয়ারহোল্ডারদের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি জানান, ২০২৪-২০২৫ অর্থবছরে কোম্পানির সম্মিলিত মুনাফা ২৩ দশমিক ৭৫ কোটি টাকা এবং সম্মিলিত শেয়ার প্রতি আয় ১ দশমিক ৩৭ টাকা। বারাকা পতেংগা পাওয়ার লিমিটেড এর সাবসিডিয়ারি দুটো পাওয়ার প্ল্যান্ট — কর্নফুলি পাওয়ার লিমিটেড ও বারাকা শিকলবাহা পাওয়ার লিমিটেড — এ বছর যথাক্রমে ৪১ দশমিক ৬৩ কোটি টাকা ও ১৪ দশমিক ৬৭ কোটি মুনাফা অর্জন করেছে।