ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার ২৪২টি বা ৬২ শতাংশ কোম্পানির দরপতন হয়েছে। এদিন সবচেয়ে বেশি দরপতন হয়েছে প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফিন্যান্স লিমিটেডের।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ শেয়ারটির দর ০.০৫ পয়সা বা ৭.৫৮ শতাংশ কমেছে। এদিন শেয়ারটি সর্বশেষ ৬১ পয়সা দরে লেনদেন হয়।
দরপতন তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ফ্যাস ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট। আজ কোম্পানিটির দর ০.০৩ পয়সা বা ৩.৮০ শতাংশ কমেছে। এদিন শেয়ারটি সর্বশেষ ৭৬ পয়সা লেনদেন হয়।
দরপতন তালিকার তৃতীয় স্থানে রয়েছে ফারইস্ট ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড। আজ শেয়ারটির দর ০.০৭ পয়সা বা ১০ শতাংশ কমেছে।
দরপতনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- প্রিমিয়ার ফিন্যান্স ৮.৩৩ শতাংশ, ইন্টারন্যাশনাল লিজিংয়ের ৮ শতাংশ, রেনউউক যজ্ঞেশ্বরের ৭.৪৬ শতাংশ, আল-আরাফাহ ইসলামী ব্যাংকের ৬.৬৬ শতাংশ, জিএসপি ফিন্যান্সের ৫.৮৮ শতাংশ, অ্যারামিট সিমেন্টের ৫.৪৩ শতাংশ ও প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্সের ৫.৪২ শতাংশ দর কমেছে।
বিজনেস আই/