ঢাকা, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫, ৫:৪১ অপরাহ্ন

এমজেএল বাংলাদেশ পিএলসি-এর ২৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

সোমবার সকাল ১১টায় ভার্চুয়াল কনফারেন্সিং-এর মাধ্যমে এমজেএল বাংলাদেশ পিএলসি-এর ২৭তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে।

এজিএম-এ সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান জনাব আব্দুল মুয়ীদ চৌধুরী। সভায় আরও উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক জনাব আজম জে চৌধুরী, এবং পরিচালকবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন জনাব তানজিল চৌধুরী, ড. মোহাম্মদ তামিম, ড. মোহাম্মদ আলী খান সহ স্বতন্ত্র পরিচালকবৃন্দ ড. জি. এম. খুরশীদ আলম এবং সুরাইয়া জান্নাত, এফসিএ। কোম্পানির চিফ এক্সিকিউটিভ অফিসার, চীফ ফাইন্যান্সিয়াল অফিসার, কোম্পানি সেক্রেটারি এবং সাধারণ শেয়ারহোল্ডারগণও সভায় উপস্থিত ছিলেন। পরিশেষে, সম্মানিত শেয়ারহোল্ডারগণ ৫২% নগদ লভ্যাংশ অনুমোদন করেন।

কোম্পানির চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক ও পরিচালকবৃন্দ সকলেই সম্মানিত শেয়ারহোল্ডারগণ এবং নিয়ন্ত্রক সংস্থার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। সকলের স্বতঃস্ফূর্ত উপস্থিতি, আলোচনা এবং প্রশংসার মধ্য দিয়ে সভাটি সমাপ্ত হয়।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ