আইসিবি ইসলামিক ব্যাংক লিমিটেডের ৩৮তম বার্ষিক সাধারণ সভা ২২ ডিসেম্বর ২০২৫ ইং তারিখে রাজধানীর কাওরান বাজারস্থ টিসিবি ভবন মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও আইসিবি ইসলামিক ব্যাংকের পরিচালনা পর্ষদের সন্মানিত চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ মজিবুর রহমান। সভায় চেয়ারম্যান মহোদয়কে সহায়তাদানকারী বাংলাদেশ ব্যাংকের ০৩ জন কর্মকর্তা , সন্মানিত শেয়ারহোল্ডারগণ এবং আইসিবি ইসলামিক ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
সভায় ২০২৪ সালের নিরীক্ষিত আর্থিক বিবরণী, নিরীক্ষক প্রতিবেদন ও পরিচালনা পর্ষদের প্রতিবেদন অনুমোদিত হয়।এছাড়া ২০২৫ সালের আর্থিক বিবরণী নিরীক্ষণের জন্য বহিঃ নিরীক্ষক ও কর্পোরেট গভর্নেন্স পরিপালন পরীক্ষণ সংক্রান্ত নিরীক্ষা প্রতিষ্ঠান নিয়োগের বিষয়টিও অনুমোদিত হয়।
সভায় শেয়ারহোল্ডারগণ তাদের বক্তব্যে আইসিবি ইসলামিক ব্যাংক লিমিটেডের ২০২৫ সালের উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রেখে বাংকটিকে দেশের প্রথম সারির ইসলামী ব্যাংকে উন্নীত করার লক্ষ্যে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।
চেয়ারম্যান মহোদয় শেয়ারহোল্ডারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও তাদের মূল্যবান পরামর্শের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন এবং তাদেরকে সাথে নিয়েই ব্যাংকের চলমান উন্নয়ন অগ্রগতি অব্যাহত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।


















