ঢাকা, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫, ৯:০৯ পূর্বাহ্ন

অবসায়নের প্রক্রিয়ায় থাকা ৮ আর্থিক প্রতিষ্ঠানের দর বাড়ছে

পুঁজিবাজারে তালিকাভুক্ত আট আর্থিক প্রতিষ্ঠান আনুষ্ঠানিকভাবে অবসায়নের চূড়ান্ত অনুমোদন দিয়েছে কেন্ত্রীয় ব্যাংক। আর এ খবর প্রকাশের পরেও দর বাড়ছে প্রতিষ্ঠানগুলোর শেয়ারে। যদিও বেশিরভাগ কোম্পানির শেয়ার এক টাকার নিচে লেনদেন হচ্ছে।

‘ব্যাংক রেজুলিউশন অর্ডিন্যান্স-২০২৫’ অনুযায়ী ৯টি এনবিএফআই আনুষ্ঠানিকভাবে অবসায়নের প্রক্রিয়া শুরু করতে কেন্দ্রীয় ব্যাংকের বোর্ড চূড়ান্ত অনুমোদন দিয়েছে।

গত ৩০ নভেম্বর গভর্নর ড. আহসান এইচ মনসুরের সভাপতিত্বে অনুষ্ঠিত বোর্ড সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। আর্থিক খাতের স্থিতিশীলতা ফেরাতে এটিকে নিয়ন্ত্রকের এখনও পর্যন্ত সবচেয়ে কঠোর ও ঐতিহাসিক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

তবে বাংলাদেশ ব্যাংকের এমন কঠোর সিদ্ধান্তের বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছুই জানানো হয়নি পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইস) ও ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই)।

অবসায়নের প্রক্রিয়ায় থাকা তালিকাভুক্ত কোম্পানিগুলো হচ্ছে-ফ্যাস ফ্যাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফিন্যান্স কোম্পানি, প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফিন্যান্স, ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট, জিএসপি ফাইন্যান্স, প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট, পিপলস লিজিং ও ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফিন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড।

বিআইএফসি

কোম্পানিটির শেয়ার দর বুধবার ডিএসইতে ১০ পয়সা বা ৫.৮৮ শতাংশ বেড়ে ১ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হচ্ছে। গত ৫২ সপ্তাহে শেয়ারটি সর্বনিম্ন ১ টাকা ৭০ পয়সা থেকে সর্বোচ্চ ৯ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়।

পুঁজিবাজারে কোম্পানিটির মোট শেয়ার রয়েছে ১০ কোটি ৬ লাখ ৭৯ হাজার ৯৪৪টি। এদিকে কোম্পানিটির পুঞ্জীভূত লোকসানের পরিমাণ ১ হাজার ১৭৬ কোটি ২৯ লাখ টাকা। ‘জেড’ ক্যাটাগরির কোম্পানিটি দীর্ঘদিন শেয়ারহোল্ডাদের কোন লভ্যাংশ দেয় না।

ফ্যাস ফাইন্যান্স

কোম্পানিটির শেয়ার দর বুধবার ডিএসইতে ০.০8 পয়সা বা ১০.২৬ শতাংশ বেড়ে ৮৬ পয়সা দরে লেনদেন হচ্ছে। গত ৫২ সপ্তাহে শেয়ারটি সর্বনিম্ন ৬৬ পয়সা থেকে সর্বোচ্চ ৪ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়।

পুঁজিবাজারে কোম্পানিটির মোট শেয়ার রয়েছে ১৪ কোটি  ৯০ লাখ ৭৭ হাজার ৩৬৪টি। এদিকে কোম্পানিটির পুঞ্জীভূত লোকসানের পরিমাণ ২ হাজার ১৬ কোটি ৩০ লাখ টাকা। ‘জেড’ ক্যাটাগরির কোম্পানিটি দীর্ঘদিন শেয়ারহোল্ডাদের কোন লভ্যাংশ দেয় না।

প্রিমিয়ার লিজিং

কোম্পানিটির শেয়ার দর বুধবার ডিএসইতে ০.০১ পয়সা বা ১.৩৯ শতাংশ বেড়ে ৭৩ পয়সা দরে লেনদেন হচ্ছে। গত ৫২ সপ্তাহে শেয়ারটি সর্বনিম্ন ৫৬ পয়সা থেকে সর্বোচ্চ ৪ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়।

পুঁজিবাজারে কোম্পানিটির মোট শেয়ার রয়েছে ১৩ কোটি ২৯ লাখ ৭০ হাজার ২১০টি। এদিকে কোম্পানিটির পুঞ্জীভূত লোকসানের পরিমাণ ১ হাজার ১৬৪ কোটি ৪১ লাখ টাকা। ‘জেড’ ক্যাটাগরির কোম্পানিটি দীর্ঘদিন শেয়ারহোল্ডাদের কোন লভ্যাংশ দেয় না।

ফারইস্ট ফাইন্যান্স

কোম্পানিটির শেয়ার দর বুধবার ডিএসইতে ০.০৩ পয়সা বা ৪.২৯ শতাংশ বেড়ে ৭৩ পয়সা দরে লেনদেন হচ্ছে। গত ৫২ সপ্তাহে শেয়ারটি সর্বনিম্ন ৫৫ পয়সা থেকে সর্বোচ্চ ৫ টাকা দরে লেনদেন হয়।

পুঁজিবাজারে কোম্পানিটির মোট শেয়ার রয়েছে ১৬ কোটি ৪০ লাখ ৬৩ হাজার ৩৩০টি। এদিকে কোম্পানিটির পুঞ্জীভূত লোকসানের পরিমাণ ৯৯২ কোটি ১৯ লাখ টাকা। ‘জেড’ ক্যাটাগরির কোম্পানিটি দীর্ঘদিন শেয়ারহোল্ডাদের কোন লভ্যাংশ দেয় না।

জিএসপি ফাইন্যান্স

কোম্পানিটির শেয়ার দর বুধবার ১০ পয়সা বা ৫.৮৮ শতাংশ বেড়ে ১ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হচ্ছে। গত ৫২ সপ্তাহে শেয়ারটি সর্বনিম্ন ১ টাকা ৫০ পয়সা থেকে সর্বোচ্চ ৬ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়।

পুঁজিবাজারে কোম্পানিটির মোট শেয়ার রয়েছে ১৫ কোটি ৭০ লাখ ৬৮ হাজার ৫৮৫টি। ‘জেড’ ক্যাটাগরির কোম্পানিটি ২০২২ সাল থেকে শেয়ারহোল্ডাদের কোন লভ্যাংশ দেয় না।

প্রাইম ফাইন্যান্স

কোম্পানিটির শেয়ার দর বুধবার ডিএসইতে ১ টাকা ৩০ পয়সা দরে অপরিবর্তিত হয়ে লেনদেন হচ্ছে। গত ৫২ সপ্তাহে শেয়ারটি সর্বনিম্ন ১ টাকা ২০ পয়সা থেকে সর্বোচ্চ ৫ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়।

পুঁজিবাজারে কোম্পানিটির মোট শেয়ার রয়েছে ২৭ কোটি ২৯ লাখ ১৬ হাজার ৪৮৩টি। কোম্পানিটির পুঞ্জীভূত লোকসান ৮২ কোটি ৮৭ লাখ টাকা।‘জেড’ ক্যাটাগরির কোম্পানিটি ২০২০ সাল থেকে শেয়ারহোল্ডাদের কোন লভ্যাংশ দেয় না।

পিপলস লিজিং

কোম্পানিটির শেয়ার দর বুধবার ডিএসইতে ০.০২ পয়সা বা ৩.৪৫ শতাংশ বেড়ে ৬০ পয়সা দরে লেনদেন হচ্ছে। গত ৫২ সপ্তাহে শেয়ারটি সর্বনিম্ন ৫২ পয়সা থেকে সর্বোচ্চ ২ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়।

পুঁজিবাজারে কোম্পানিটির মোট শেয়ার রয়েছে ২৮ কোটি ৫৪ লাখ ৪০ হাজার ৫৯৭টি। কোম্পানিটির পুঞ্জীভূত লোকসানের পরিমাণ ৪ হাজার ৬৫৪ কোটি ৭৬ লাখ টাকা।

‘জেড’ ক্যাটাগরির কোম্পানিটি ২০১৫ সাল থেকে শেয়ারহোল্ডাদের কোন লভ্যাংশ দেয় না।

ইন্টারন্যাশনাল লিজিং

কোম্পানিটির শেয়ার দর বুধবার ডিএসইতে ০১ পয়সা বা ১.৪৩ শতাংশ বেড়ে ৭১ পয়সা দরে লেনদেন হচ্ছে। গত ৫২ সপ্তাহে শেয়ারটি সর্বনিম্ন ৬৫ পয়সা থেকে সর্বোচ্চ ৪ টাকা দরে লেনদেন হয়।

পুঁজিবাজারে কোম্পানিটির মোট শেয়ার রয়েছে ২২ কোটি ১৮ লাখ ১০ হাজার ২৪৬টি। ‘জেড’ ক্যাটাগরির কোম্পানিটি ২০১৯ সাল থেকে শেয়ারহোল্ডাদের কোন লভ্যাংশ দেয় না।

বিজেনেস আই/সাদিয়া

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন