ঢাকা, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫, ৭:৫৩ অপরাহ্ন

বিয়ে নিয়ে মুখ খুললেন কেয়া পায়েল

অভিনয় ও ব্যবসা নিয়ে বেশ ব্যস্ত সময় কাটাচ্ছেন কেয়া পায়েল। নিয়মিত নতুন নতুন কাজের খবর পাওয়া যাচ্ছে তার। এদিকে ভক্তরা তার ব্যক্তিগত জীবনেরও খবর জানতে চান। তাদের প্রশ্ন, কবে বিয়ে করছেন কেয়া পায়েল?আর

সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের অনুষ্ঠানে দেয়া এক সাক্ষাৎকারে নিজের বিয়ে নিয়ে মুখ খুলেছেন।

কেয়া বলেন, বিয়ে যদি করি, সবাইকে জানিয়েই করব। বিয়ে জানিয়ে করাটাই সুন্দর। জীবনের এত সুন্দর পথচলায় আমি চাই সবার আশীর্বাদ থাকুক।

অভিনেত্রী আরও বলেন, সব মেয়েরই উচিত স্বাধীনভাবে চলা। যে পরিবারে আমার বিয়ে হবে, আমি চাই তারা আমাকে আপন করে নিক। আমিও তাদের আপন করে নেব। এক জীবন কাটিয়েছি মা–বাবার সঙ্গে, আরেক জীবন কাটাব আরেক মা–বাবার সঙ্গে। তখন নতুন করে আরেক কেয়া পায়েলের জন্ম হবে।

তবে কবে বিয়ে করবেন সে নিয়ে নির্দিষ্ট কোনো পরিকল্পনা নেই। বিষয়টি সৃষ্টিকর্তার হাতে ছেড়ে দেন কেয়া। তার কথায়, বিয়ের ক্ষেত্রে তিনি শুধু সৃষ্টিকর্তার ওপরই ভরসা রাখতে চান।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ