ঢাকা, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫, ৫:৪১ অপরাহ্ন

চোরাই জ্বালানি নিয়ে পালানোর সময় ভারতীয় জাহাজ আটক করলো ইরান

ইসলামী প্রজাতন্ত্র ইরানের হরমুজ প্রণালি থেকে লাখ লাখ লিটার চোরাচালানি জ্বালানিসহ একটি বিদেশি জাহাজ আটক করেছে।

জাহাজটিতে এক ডজন ভারতীয়সহ মোট ১৩ জন ক্রু ছিলেন। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জাহাজটি আটক করে দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বুশেহর বন্দরে নিয়ে গেছে।

রোববার (৩০ নভেম্বর) ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করা হয়।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে আল-আরাবিয়া জানায়, এসওয়াতিনি পতাকাবাহী জাহাজটি চোরাই জ্বালানি বহন করছিল। বৈশ্বিক তেল ও তরল গ্যাস পরিবহনের অন্যতম কেন্দ্রীয় পথ হরমুজ প্রণালিতে অবৈধ জ্বালানি পরিবহনে জড়িত ট্যাঙ্কারগুলোকে দীর্ঘদিন ধরে লক্ষ্যবস্তু করে আসছে ইরানি বাহিনী।

আইআরজিসির এক স্থানীয় কমান্ডারের উদ্ধৃতি দিয়ে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানায়, আটক করা জাহাজটি প্রায় ৩ লাখ ৫০ হাজার লিটার চোরাচালানি জ্বালানি বহন করছিল। জাহাজে থাকা ১৩ জন ক্রুর মধ্যে ১২ জন ভারতীয় এবং একজন প্রতিবেশী দেশের নাগরিক।

এর আগে চলতি মাসের শুরুতে আইআরজিসি মার্শাল আইল্যান্ডসের পতাকাবাহী একটি তেলবাহী ট্যাঙ্কার আটক করেছিল। পরে জাহাজটি পরিচালনাকারী কোম্পানি জানায়, ইরান ট্যাঙ্কারটি এবং ২১ নাবিককে মুক্তি দিয়েছে।

‘তালারা’ নামে ওই ট্যাঙ্কারটি হরমুজ প্রণালি অতিক্রম করার সময় হঠাৎ দিক পরিবর্তন করে ইরানি জলসীমায় প্রবেশ করে। ইরানি সংবাদ সংস্থা ফার্সের দাবি, জাহাজটি ইরানি পেট্রোকেমিক্যাল পণ্য নিয়ে “অবৈধভাবে সিঙ্গাপুরমুখী” ছিল এবং চোরাচালানকারীর সঙ্গে জড়িত ব্যক্তি বা কোম্পানি ছিল ইরানি নাগরিক।

ফার্স আরও জানায়, তালারা জাহাজ আটক করার পেছনে কোনো আন্তর্জাতিক রাজনৈতিক উদ্দেশ্য নেই; এটি সম্পূর্ণভাবে স্থানীয় পর্যায়ের আইনগত পদক্ষেপ।

সূত্র: রয়টার্স

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ