জর্ডান নিলের মিডল ও লেগ বরাবর করা লেন্থ বলটি সাফল করে এক রান নিলেন মুশফিকুর রহিম। শেষ হলো যেন দীর্ঘ এক প্রতিক্ষার। আগের দিন শেষ বিকেল থেকেই যে অপেক্ষায় পুরো বাংলাদেশ।
শততম টেস্ট খেলতে নেমে আগের দিন ৯৯ রানে অপরাজিত ছিলেন মুশফিক। পরের দিন দ্বিতীয় ওভারে তিন অঙ্কের জাদুকরী সংখ্যা স্পর্শ করেন অভিজ্ঞ ব্যাটার। স্পর্শ করেন দেশের হয়ে সর্বোচ্চ ১৩ সেঞ্চুরি করা মুমিনুল হককে।


















