ঢাকা, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫, ৫:৫৯ অপরাহ্ন

মুশফিকের শততম টেস্টে ব্যাটিংয়ে বাংলাদেশ

আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে টসে জিতে ব্যাটিং বেছে নিয়েছে বাংলাদেশ। ম্যাচটি বাংলাদেশের অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিমের শততম টেস্ট। বাংলাদেশের প্রথম ক্রিকেটার এই মাইলফলক স্পর্শ করলেন তিনি।

সিলেটে ইনিংস ও ৪৭ রানে জেতা একাদশ থেকে দুটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। বাদ পড়েছেন দুই পেসার নাহিদ রানা ও হাসান মাহমুদ। তাদের জায়গায় এসেছেন ইবাদত হোসেন ও সৈয়দ খালেদ আহমেদ।

গত জুনে দেশের হয়ে সবশেষ টেস্ট খেলেন গতিময় পেসার ইবাদত। আরেক পেসার খালেদ সবশেষ টেস্ট খেলেন গত এপ্রিলে, জিম্বাবুয়ের বিপক্ষে।

আয়ারল্যান্ডের হয়ে অভিষেক হচ্ছে স্টিভেন ডোহেনি ও গ্যাভিন হোয়ের। বাদ পড়েছেন ব্যারি ম্যাককার্থি ও ক্রেইগ ইয়াং।

২০০৫ সালে অভিষেকে মুশফিকুর রহিমকে টেস্ট টুপি দিয়েছিলেন সেই সময়ের অধিনায়ক হাবিবুল বাশার, তিনিই শততম টেস্ট উপলক্ষ্যে এক সময়ের সতীর্থকে পরিয়ে দিলেন বিশেষ টুপি। পরে মুশফিকের হাতে ক্যাপ ক্যাসকেট দেন দেশের এক নম্বর টেস্ট ক্যাপধারী আকরাম খান।

এসময় মাঠে উপস্থিত ছিলেন মুশফিকের পরিবারের সদস্যরা। লর্ডসের সেই ম্যাচের একাদশে থাকা ক্রিকেটারদের কয়েকজনও ছিলেন সংক্ষিপ্ত আয়োজনে। ছিলেন আইরিশ ক্রিকেটাররাও।

মুশফিককে বিশেষ ক্রেস্ট উপহার দেন দেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান এবং বিসিবি সভাপতি আমিনুল ইসলাম। পরে মুশফিকের প্রথম অধিনায়ক হাবিবুল বাশার এবং বর্তমান অধিনায়ক নাজমুল হোসেন শান্ত মিলে তুলে দেন বিশেষ টেস্ট জার্সি।

২০০৫ সালে লর্ডস টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় মুশফিকের। গত ২০ বছরেরও বেশি সময়ে তিনি খেলতে পেরেছেন ৯৯ ম‍্যাচ। এই সময়ে ১২ সেঞ্চুরি এবং ২৭ ফিফটিতে করেছেন ৬ হাজার ৩৫১ রান। সর্বোচ্চ অপরাজিত ২১৯। বাংলাদেশের একমাত্র ব‍্যাটসম‍্যান হিসেবে তিনি করেছেন তিনটি ডাবল সেঞ্চুরি, একমাত্র উইকেটরক্ষক হিসেবে দুটি ডাবল সেঞ্চুরির কীর্তি তার।

বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, হাসান মুরাদ, সৈয়দ খালেদ আহমেদ, ইবাদত হোসেন।

আয়ারল্যান্ড একাদশ: অ্যান্ড্রু বালবার্নি (অধিনায়ক), কার্টিস ক্যাম্ফার, চ্যাড কারমাইকেল, স্টিভেন ডোহেনি, গ্যাভিন হোয়ে, ম্যাথু হামফ্রিজ, অ্যান্ডি ম্যাকব্রাইন, পল স্টার্লিং, জর্ডান নিল, হ্যারি টেক্টর, লর্কান টাকার।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ