ঢাকা, বুধবার, ৫ নভেম্বর ২০২৫, ৩:৪৪ পূর্বাহ্ন

মঙ্গলবার ফুল কোর্ট সভা ডেকেছেন প্রধান বিচারপতি

সুপ্রিম কোর্টের দুই বিভাগের বিচারপতিদের অংশগ্রহণে আগামী মঙ্গলবার ফুল কোর্ট সভা আহ্বান করেছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ।

সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশিত এক স্মারকে এ তথ্য জানানো হয়েছে।

সুপ্রিম কোর্ট প্রশাসন সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে, সুপ্রিম কোর্টের আগামী বছরের বর্ষপঞ্জি (২০২৬ সালের বর্ষপঞ্জি) এবং সিনিয়র সহকারী জজ, যুগ্ম জেলা জজ ও অতিরিক্ত জেলা জজ পদমর্যাদার কয়েকটি ব্যাচের বিচার বিভাগীয় কর্মকর্তাদের পদোন্নতির বিষয় ফুল কোর্ট সভার আলোচ্যসূচিতে রয়েছে।

হাই কোর্ট বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) মো. আসিফ ইকবালের ৩০ অক্টোবর স্বাক্ষর করা স্মারকে বলা হয়েছে, মঙ্গলবার বেলা ৩টায় কোর্টের প্রশাসন ভবনের (ভবন নম্বর-৪) দ্বিতীয় তলায় কনফারেন্স রুমে ফুল কোর্ট সভা অনুষ্ঠিত হবে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ