পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইসলামিক ফাইন্যান্সের চেয়ারম্যান আবুল কাশেম হায়দার পূর্বঘোষণা অনুযায়ী শেয়ার বিক্রি সম্পূর্ণ করেছেন।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, আবুল কাশেম হায়দার ঘোষণা অনুযায়ী ২ লাখ শেয়ার কেনা সম্পূর্ণ করেছে। এর আগে গত ১৯ অক্টোবর ইসলামিক ফিন্যান্সের চেয়ারম্যান শেয়ার কেনার ঘোষণা দিয়েছিল।
উল্লেখ্য, ইসলামিক ফিন্যান্সের মোট শেয়ারের মধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে রয়েছে ৩২.৬৯ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ২৩.২১ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৪৪.১০ শতাংশ শেয়ার আছে।
বিজনেস আই/



















