সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে সফর করবেন। এটি হবে কোনো সিরীয় রাষ্ট্রপ্রধানের প্রথম আনুষ্ঠানিক ওয়াশিংটন সফর। শনিবার দামেস্কে নিযুক্ত বিশেষ মার্কিন দূত টম ব্যারাক এ ঘোষণা দেন। হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানিয়েছেন, সফরটি সম্ভবত ১০ নভেম্বরের দিকে অনুষ্ঠিত হবে।
এই সফরের মূল উদ্দেশ্য হলো সিরিয়াকে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ইসলামিক স্টেটবিরোধী জোটে অন্তর্ভুক্ত করা। শারা ওয়াশিংটন সফর করবেন সাম্প্রতিক বিদেশ সফরের ধারাবাহিকতায়। গত বছরের ডিসেম্বরে স্বৈরশাসক বাশার আল-আসাদের সরকারের পতনের পর শারা নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার সিরিয়ার সঙ্গে বিশ্বশক্তিগুলোর সম্পর্ক পুনঃস্থাপন ও কূটনৈতিক সমঝোতা পুনরুদ্ধারে কাজ করছে।
শারা একসময় আল-কায়েদার সিরীয় শাখার নেতৃত্ব দিয়েছিলেন, তবে এক দশক আগে তাঁর নেতৃত্বাধীন আসাদবিরোধী গোষ্ঠী আল-কায়েদা থেকে আলাদা হয়ে যায় এবং পরে ইসলামিক স্টেটের সঙ্গে সংঘর্ষে জড়ায়। যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোট ও স্থানীয় সহযোগীরা ২০১৯ সালে সিরিয়ায় আইএসের সবশেষ শক্ত ঘাঁটি দখলমুক্ত করে। বর্তমানে, আইএস আবার সিরিয়া ও প্রতিবেশী ইরাকের কিছু এলাকায় সক্রিয় হওয়ার চেষ্টা করছে।
টম ব্যারাক বলেন, ওয়াশিংটনের লক্ষ্য হলো সিরিয়াকে আইএসবিরোধী জোটের অংশীদার করা, যা জোটের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। শারার ওয়াশিংটন সফর সিরিয়ার কূটনৈতিক সম্পর্ক জোরদার করার পাশাপাশি আইএস মোকাবিলায় আন্তর্জাতিক সমন্বয়কে শক্তিশালী করবে। তথ্যসূত্র : রয়টার্স