ঢাকা, বুধবার, ৫ নভেম্বর ২০২৫, ৩:৩৬ পূর্বাহ্ন

চট্টগ্রামে প্রিমিয়ার ব্যাংকের তৃতীয় প্রান্তিক ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত

দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি-এর চট্টগ্রাম অঞ্চলের ২০২৫ সালের তৃতীয় প্রান্তিকের ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ নভেম্বর) সকালে চট্টগ্রামে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ আবু জাফর।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বতন্ত্র পরিচালক ও অডিট কমিটি চেয়ারম্যান মোঃ ফোরকান হোসেন এবং স্বতন্ত্র পরিচালক ও প্রিমিয়ার ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের চেয়ারম্যান এম নুরুল আলম (এফসিএস, সিসিইপি-আই, সিজিআইএ)।

এছাড়াও সভায় আরও উপস্থিত ছিলেন উপ-ব্যবস্থাপনা পরিচালক ও রিটেইল ব্যাংকিং বিভাগ প্রধান এস এম ওয়ালি উল মোর্শেদ; এসইভিপি এবং রিকভারি বিভাগ প্রধান মোঃ আনোয়ার হোসেন; ইভিপি ও জেনেরাল সার্ভিসেস ডিভিশন এবং মানবসম্পদ বিভাগ প্রধান সৈয়দ সাফকাত রাব্বি। অনুষ্ঠানের শুরুতে বক্তব্য রাখেন ইভিপি ও আগ্রাবাদ শাখার ব্যবস্থাপক কিশলয় সেন এবং এসভিপি এবং ওআর নিজাম রোড শাখার ব্যবস্থাপক মোহাম্মদ ফখরুল ইসলাম।

সভায় ব্যাংকের চট্টগ্রাম জোনের বিভিন্ন শাখা ও উপশাখার ব্যবস্থাপক, অপারেশন ম্যানেজার ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ আবু জাফর বলেন, “বর্তমান প্রতিযোগিতামূলক ব্যাংকিং খাতে মানসম্মত গ্রাহকসেবা, রিকভারি কার্যক্রম জোরদার এবং ডিজিটাল ব্যাংকিং উদ্ভাবনই টেকসই প্রবৃদ্ধির মূল শক্তি। শাখাগুলিকে লক্ষ্যভিত্তিক কাজ, ঝুঁকি ব্যবস্থাপনা ও সুশাসন নিশ্চিত করে গ্রাহকের আস্থা আরও সুদৃঢ় করতে হবে।”

পরবর্তীতে স্বতন্ত্র পরিচালক মোঃ ফোরকান হোসেন এবং এম নুরুল আলম ব্যাংকের সুশাসন, ঝুঁকি ব্যবস্থাপনা, স্বচ্ছতা ও কমপ্লায়েন্স সংস্কৃতি আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন।

সভায় ব্যাংকের সামগ্রিক কার্যক্রম, শাখাভিত্তিক পারফরম্যান্স মূল্যায়ন, প্রান্তিকভিত্তিক কর্মদক্ষতা, ব্যবসায় সম্প্রসারণ, পুনঃঋণ আদায় (রিকভারি), এনপিএল কমানো, ওভারডিউ নিয়ন্ত্রণ, ক্রেডিট রেটিং বিশ্লেষণ, ডিজিটাল ব্যাংকিং সল্যুশনের অগ্রগতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা সহ বিভিন্ন আর্থিক সূচক নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়। এতে মানিকারচর, গৌরীপুর, কোম্পানিগঞ্জ, কক্সবাজার এসএমই, মাইজদী, ফেনী, মিরসরাই, আগ্রাবাদ, পাহাড়তলী, জুবিলি রোড, কদমতলীসহ অন্যান্য শাখা ব্যবস্থাপকরা তাদের শাখার পারফরম্যান্স উপস্থাপন করেন।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ