ঢাকা, বুধবার, ৫ নভেম্বর ২০২৫, ১:৪১ পূর্বাহ্ন

গৃহবধূর কানের দুল ছিনিয়ে নেওয়া ডন শরীফ গ্রেপ্তার

পিস্তল ঠেকিয়ে গৃহবধূর কানের দুল ছিনতাই করে ফের গ্রেপ্তার হয়েছেন ফরিদপুরের আলোচিত ছিনতাইকারী শরীফুল ইসলাম ওরফে ডন শরীফ। ফরিদপুরের সালথা উপজেলা থেকে তাঁকে গ্রেপ্তার করে র‍্যাব-১০-এর সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্প। অভিযানে ডন শরীফের সহযোগী রায়হান মোল্লাকেও গ্রেপ্তার করা হয়।

এর আগে ফরিদপুরে মেডিকেল কলেজ হাসপাতালের নার্স অরুণিমা হত্যা ও ছিনতাই মামলার প্রধান আসামি হিসেবে গ্রেপ্তার হয়েছিলেন শরীফ।

এ বিষয়ে জানাতে গতকাল শনিবার বেলা সাড়ে ১১টায় ফরিদপুর র‍্যাব ক্যাম্পে সংবাদ সম্মেলন করেন র‍্যাবের পরিচালক অ্যাডিশনাল ডিআইজি মোহাম্মদ কামরুজ্জামান। তিনি জানান, গত ২১ অক্টোবর ফরিদপুর শহরের শোভারামপুর এলাকায় পিস্তল ঠেকিয়ে মঞ্জু রানী নামে এক গৃহবধূর কানের দুল ছিনতাই করেন শরীফ ও রায়হান। এ ঘটনার সিসিটিভি ফুটেজ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে ভিডিও ভাইরাল হয়ে যায়। এরপর এ ঘটনায় কোতোয়ালি থানায় একটি মামলা হলে ছায়া
তদন্তে নামে র‍্যাব। এরই ধারাবাহিকতায় গত শুক্রবার সন্ধ্যায় সালথা উপজেলায় অভিযান চালিয়ে শরীফ ও রায়হানকে গ্রেপ্তার করে র‍্যাবের একটি চৌকস টিম।

র‍্যাব জানায়, গ্রেপ্তার হওয়া শরীফুল ইসলাম ওরফে ডন শরীফ (৩৮) ও রায়হান মোল্লা (২৫) ফরিদপুর সদরের কবিরপুর এলাকার বাসিন্দা। তাদের কাছ থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল, একটি খেলনা পিস্তল, ছয়টি মোবাইল ফোন এবং দেড় কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। ডন শরীফের বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ, পাবনা ও ফরিদপুরে হত্যা, ছিনতাই, মাদকসহ ১০টি মামলা রয়েছে। গতকাল দুপুরে তাদের কোতোয়ালি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

র‍্যাব জানায়, ছিনতাইয়ে যে মোটরসাইকেল ব্যবহার করা হয়েছে তা গত আগস্ট মাসে পাবনা থেকে ছিনতাই করা। এক ব্যক্তির কাছ থেকে মোটরসাইকেল কেনার কথা বলে ট্রায়াল দিতে গিয়ে তাঁর ইয়ামাহা আর-১৫ মোটরসাইকেলটি নিয়ে চম্পট দেন ডন শরীফ।
প্রসঙ্গত, ২০১৮ সালের ১৭ ফেব্রুয়ারি ছিনতাইয়ের সময় হামলার শিকার হয়ে নিহত হন ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের স্টাফ নার্স অরুণিমা ভৌমিক। এই ঘটনার পর ফরিদপুর শহরে সাধারণ মানুষ আন্দোলনে নামে। তখন পুলিশ ওই ঘটনার মূল আসামি শরীফকে গ্রেপ্তার করে। সেই মামলায় চার বছর কারাগারে থেকে জামিনে বের হন তিনি। এরপর ফের ছিনতাইসহ নানা অপকর্মে জড়িয়ে পড়েন।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ