ঢাকা, বুধবার, ৫ নভেম্বর ২০২৫, ১:০৪ পূর্বাহ্ন

সপ্তাহজুড়ে ‘এ’ ক্যাটাগরির ৫ শেয়ারে সবুজবাতি

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই টপটেন গেইনার তালিকায় স্থান করে নিয়েছে বেশিরভাগ ‘এ’ ক্যাটাগরির কোম্পানি। দর বৃদ্ধির শীর্ষ তালিকার ১০ কোম্পানির মধ্যে ৫টিই রয়েছে ‘এ’ ক্যাটাগরির শেয়ার।

ডিএসইর সাপ্তাহিক বাজার পরযালোচনায় এ তথ্য উঠে এসেছে।

এ ক্যাটাগরির কোম্পানিগুলো হচ্ছে- আনোয়ার গ্যালভানিইজিং, সিএপিএম বিডিবিএল মিউচ্যুয়াল ফান্ড, শাহজিবাজার পাওয়ার, তমিজ উদ্দিন টেক্সটাইল, রানার অটো মোবাইলস লিমিটেড।

আনোয়ার গ্যালভানাইজিং

সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৪৮.৫৮ শতাংশ। আগের সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর ছিল ৬৩ টাকা ২০ পয়সা ; যা গত সপ্তাহে ৯৩ টাকা  ৯০ পয়সায় দাঁড়িয়েছে।

কোম্পানিটি দীর্ঘদিন ধরে বিনিয়োগকারীদের ভালো লভ্যাংশ দিচ্ছে। ’এ’ ক্যাটাগরির কোম্পানিটি ২০২৫ সালে শেয়ারহোল্ডারদের কোন লভ্যাংশ দেয়নি।

শাহজিবাজার পাওয়ার

সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে  ১৪.৫৮ শতাংশ। আগের সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর ছিল ৩৮ টাকা ৪০ পয়সা ; যা গত সপ্তাহে ৪৪ টাকা  দাঁড়িয়েছে।

কোম্পানিটি ২০২৫ সালে শেয়ারহোল্ডারদের ২০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।

তমিজ উদ্দিন টেক্সটাইল

সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ১৪.৫১ শতাংশ। আগের সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর ছিল ১২৮ টাকা ২০ পয়সা ; যা গত সপ্তাহে ১৪৬ টাকা ৮০ পয়সা দাঁড়িয়েছে।

কোম্পানিটি ২০২০ সাল থেকে ধারাবাহিকভাবে শেয়ারহোল্ডারদের লভ্যাংশ দিচ্ছে। ২০২৫ সালে শেয়ারহোল্ডারদের ২২ শতাংশ লভ্যাংশ দিয়েছে।

রানার অটোমোবাইলস

সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ১৩.০১ শতাংশ। আগের সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর ছিল ২৯ টাকা ২০ পয়সা ; যা গত সপ্তাহে ৩৩ টাকা দাঁড়িয়েছে।

কোম্পানিটি ধারাবাহিকভাবে শেয়ারহোল্ডারদের ভালো লভ্যাংশ দিচ্ছে। ২০২৫ সালে শেয়ারহোল্ডারদের ১০  শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।

এছাড়া ‘এ’ ক্যাটাগরির সিএপিএম বিডিবিএল মিউচ্যুয়াল ফান্ডের ২৭.৪৭ শতাংশ দর বেড়েছে।

 

বিজনেস আই/

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ