ঢাকা, বুধবার, ৫ নভেম্বর ২০২৫, ১:০৫ পূর্বাহ্ন

পুঁজিবাজারে আসতে চায় লিও আইসিটি ক্যাবলস, বিএসইসিতে আবেদন

দেশীয় প্রযুক্তি খাতের প্রতিষ্ঠান লিও আইসিটি ক্যাবলস পিএলসি পুঁজিবাজারে এসএমই খাতে তালিকাভুক্ত হওয়ার উদ্যোগ নিয়েছে । কোম্পানিটি ৭ কোটি টাকা পুঁজিবাজার থেকে সংগ্রহ করার পরিকল্পনা নিয়েছে। এরই ধরাবাহিকতায় কোম্পানিটি কোয়ালিফাইড ইনভেস্টর অফারের (কিউআইও) জন্য বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিমনে (বিএসইসি) আবেদন করেছে।

কোম্পানিটির ইস্যু ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছে এএএ ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড।

সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, গত ২৭ অক্টোবর লিও আইসিটি ক্যাবলস পিএলসি পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কাছে কিউআইও আবেদন করেছে। একইসঙ্গে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) কাছে কিউআইও’র আবেদন জমা দেওয়া হয়েছে।

প্রস্তাবিত কিউআইও’র আওতায় কোম্পানিটি ৭ কোটি টাকা উত্তোলনের পরিকল্পনা করেছে। এই অর্থ মূলত উৎপাদন সক্ষমতা বৃদ্ধি ও মূলধন ব্যবস্থাপনার উদ্দেশ্য এবং কিউআইও’র কাজে ব্যয় করা হবে।

গাজীপুরের কালিয়াকৈর হাই-টেক পার্কে অবস্থিত লিও আইসিটি ক্যাবলসের ফাইবার অপটিক কেবল, লিথিয়াম-আয়ন ব্যাটারি ও অপটিক্যাল নেটওয়ার্কিং ইউনিট উৎপাদন করে। আধুনিক প্রযুক্তি ও উচ্চমানের কাঁচামাল ব্যবহারের মাধ্যমে প্রতিষ্ঠানটি দেশের ডিজিটাল ও জ্বালানি অবকাঠামো উন্নয়নে অবদান রাখছে।

কোম্পানির ফাইবার অপটিক কেবল আন্তর্জাতিক মানের আইটিইউ-টি স্ট্যান্ডার্ড অনুযায়ী তৈরি এবং বুয়েট সার্টিফায়েড, যা পণ্যের স্থায়িত্ব ও নির্ভরযোগ্যতা নিশ্চিত করে। বর্তমানে কোম্পানিটির পণ্য ব্র্যাকনেট লিমিটেড, লিঙ্ক থ্রি টেকনোলজিস, অগ্নি সিস্টেমস ও ইন্টারক্লাউড কানেকটিভিটি সলিউশনসসহ দেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানগুলো ব্যবহার করছে।

কোম্পানিটি আশা করছে শেয়ারবাজারে প্রবেশের মাধ্যমে বিনিয়োগকারীদের জন্য নতুন সুযোগ তৈরি হবে এবং দেশের প্রযুক্তি খাতের উন্নয়ন আরো ত্বরান্বিত করবে।

পুঁজিবাজার সংশ্লিষ্টদের মতে, প্রযুক্তিনির্ভর উৎপাদন প্রতিষ্ঠানগুলোর পুঁজিবাজারে বৈচিত্র্য দেশের অর্থনীতিতে তালিকাভুক্তি লিও আইসিটি ক্যাবলসের এই উদ্যোগ বিএসইসির ‘এসএমই মার্কেট ও শিল্প-খাত উন্নয়ন কর্মসূচি’ এর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। ফলে উৎপাদনমুখী বিনিয়োগ, কর্মসংস্থান সৃষ্টি ও সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত হবে বলে আনবে।

পরিচিতি ও আর্থিক অবস্থা
লিও আইসিটি কেবলস পিএলসি ২০১৮ সালের ১৯ মার্চ প্রাইভেট লিমিটেড কোম্পানি হিসেবে প্রতিষ্ঠিত হয়। আর ২০২৪ সালের ২৫ মার্চ কোম্পানিটিকে পাবলিক লিমিটেড কোম্পানিতে রূপান্তরিত করা হয়। লিও আইসিটি কেবলসের পরিশোধিত মূলধন ৩২ কোটি ৫৮ লাখ টাকা। কোম্পানিটি কিউআই’র মাধ্যমে ১০ টাকা মূল্যের ৭০ লাখ শেয়ার ছেড়ে ৭ কোটি টাকা সংগ্রহ করবে। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (কোয়ালিফাইড ইনভেস্টর অফার বাই স্মল ক্যাপিটাল কোম্পানি) রুলস, ২০২২ অনুসারে মূলধন সংগ্রহের জন্য কোম্পানিটি কিউআইও আবেদন করেছে।

সর্বশেষ ২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১.৬৭ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা ছিল ২.৯৪ টাকা। এর আগে ২০২৩ ও ২০২৪ সালের ৩০ জুন শেয়ারপ্রতি মুনাফা ছিল যথাক্রমে ১.৯৩ ও ২.৩৪। এছাড়া ২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৪.৩১ টাকা।

ভবিষ্যৎ পরিকল্পনা
দেশীয় টেলিকম, বিদ্যুৎ ও নেটওয়ার্ক অবকাঠামো খাতে ফাইবার ও কেবলের চাহিদা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এই চাহিদার প্রেক্ষিতে লিও আইসিটি ক্যাবলস মূলধন বৃদ্ধি করে উৎপাদন সক্ষমতা ও প্রযুক্তিগত মানোন্নয়নে বিনিয়োগের উদ্যোগ নিয়েছে। কিউআইও থেকে সংগৃহীত তহবিল উৎপাদন ক্ষমতা ও মূলধন ব্যবস্থাপনা বৃদ্ধি এবং কোম্পানিকে আন্তর্জাতিক মানের উন্নীতকরণ, দেশীয় বাজারে আমদানি নির্ভরতা হ্রাস, রপ্তানি সম্ভাবনা বৃদ্ধি এবং বিনিয়োগকারীদের জন্য টেকসই মুনাফা নিশ্চিত করতে ব্যবহৃত হবে।

বিজনেস আই/

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ