সদ্য সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১৭৯ কোম্পানির দরপতন হয়েছে। আর টপটেন লুজার তালিকায় ১০ কোম্পানির মধ্যে ৬টিই রয়েছে ’জেড’ ক্যাটাগরির কোম্পানি। এসব কোম্পানি দীর্ঘদিন ধরে পুঁজিবাজারে লোকসান গুনছে।
কোম্পানিগুলো হচ্ছে- প্রিমিয়ার লিজিং, স্ট্যাইল ক্রাফট, মেঘনা সিমেন্ট, বসুন্ধরা পেপার মিল,ন্যাশনাল ব্যাংক ও ইউনিয়ন ব্যাংক লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রিময়িার লিজিং
সপ্তাহের ব্যবধানে শেয়ারটির দর ১৮.৩৩ শতাংশ কমেছে। সপ্তাহের শুরুতে শেয়ারটির দর ছিল ১ টাকা ২০ পয়সা। সপ্তাহ শেষে ৯৮ পয়সায় লেনদেন হয়েছে।
বর্তমানে কোম্পানিটি ১ হাজার ১৬৪ কোটি ৪১ লাখ টাকা পুঞ্জীভূত লোকসানে রয়েছে। কোম্পানিটি ২০১৭ সালের পর থেকে শেয়ারহোল্ডরদের কোন লভ্যাংশ দেয়না।
স্ট্যাইল ক্রাফট
সপ্তাহের ব্যবধানে শেয়ারটির দর ১৫.৯৯ শতাংশ কমেছে। সপ্তাহের শুরুতে শেয়ারটির দর ছিল ৬১ টাকা ৯০ পয়সা। সপ্তাহ শেষে ৫২ টাকা লেনদেন হয়েছে।
বর্তমানে কোম্পানিটি ৫ কোটি ৯৭ লাখ টাকা পুঞ্জীভূত লোকসানে রয়েছে। কোম্পানিটি ২০২৪ ও ২০২৫ সালে শেয়ারহোল্ডরদের কোন লভ্যাংশ দেয়নি।
মেঘনা সিমেন্ট
সপ্তাহের ব্যবধানে শেয়ারটির দর ১৫.১২ শতাংশ কমেছে। সপ্তাহের শুরুতে শেয়ারটির দর ছিল ৪৩ টাকা। সপ্তাহ শেষে ৩৬ টাকা ৫০ পয়সায় লেনদেন হয়েছে।
কোম্পানিটি ২০২৪ ও ২০২৫ সালে শেয়ারহোল্ডরদের কোন লভ্যাংশ দেয়নি।
বসুন্ধরা পেপার
সপ্তাহের ব্যবধানে শেয়ারটির দর ১৪.০১ শতাংশ কমেছে। সপ্তাহের শুরুতে শেয়ারটির দর ছিল ৩০ টাকা ৭০ পয়সা। সপ্তাহ শেষে ২৬ টাকা ৪০ পয়সায় লেনদেন হয়েছে।
কোম্পানিটি ২০২৪ ও ২০২৫ সালে শেয়ারহোল্ডরদের কোন লভ্যাংশ দেয়নি।
এছাড়া সপ্তাহের ব্যবধানে ন্যাশনাল ব্যাংকের ১২.১২ ও ইউনিয়ন ব্যাংকের ১১.১১ শতাংশ দর কমেছে।
বিজনেস আই/