দেশের মানুষের পাশে দাঁড়াতে খুলনা জেলার দিঘলিয়া উপজেলার দরিদ্র ও অসহায় মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেছে বাংলাদেশ নৌবাহিনী। কমান্ডার খুলনা নৌ অঞ্চল এর তত্ত্বাবধানে এবং ‘বানৌজা উপশম’ এর বিশেষজ্ঞ চিকিৎসক দলের অংশগ্রহণে দিঘলিয়ায় চন্দনীমহল দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দিনব্যাপী এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।
ক্যাম্পে নারী, পুরুষ ও শিশুসহ প্রায় ৯০০ জন মানুষ বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহণ করেন। এ সময় সাধারণ চিকিৎসার পাশাপাশি নৌবাহিনীর বিশেষজ্ঞ ডাক্তাররা জটিল রোগে আক্রান্ত রোগীদেরও পেশাদারিত্ব ও আন্তরিকতার সঙ্গে চিকিৎসা প্রদান করা হয়। আগত সকলের রোগ নির্ণয়, স্বাস্থ্য পরামর্শের পাশাপাশি প্রয়োজনীয় বিভিন্ন প্রকার বিনামূল্যের ওষুধ বিতরণ করা হয়।

বাংলাদেশ নৌবাহিনী সর্বদা দেশের প্রত্যন্ত অঞ্চলের অসহায় মানুষের পাশে থেকে স্বাস্থ্যসেবা, ত্রাণ বিতরণ, শিক্ষা ও মানবিক সহায়তা প্রদানে বদ্ধপরিকর।


















