ঢাকা, বুধবার, ৫ নভেম্বর ২০২৫, ১:০৩ পূর্বাহ্ন

আগাম জামিন নিতে হাইকোর্টে সামিরার স্বামী

রূপালি পর্দায় জনপ্রিয় প্রয়াত তারকা সালমান শাহ হত্যা মামলার প্রধান আসামি সামিরা হকের আগাম জামিন নিতে হাইকোর্টে এসেছে তার বর্তমান স্বামী ইশতিয়াক আহমেদ। মঙ্গলবার (২৮ অক্টোবর) হাইকোর্টে উপস্থিত থাকতে দেখা গেছে ইশতিয়াককে। আনুমানিক সকাল ৯টার দিকে আপিল বিভাগে বসে থাকতে দেখা যায় ইশতিয়াককে। এ সময় বেশ কয়েকজন সিনিয়র আইনজীবীর সঙ্গে কথা বলেন তিনি।

ইতোমধ্যে সালমান হত্যা মামলার আসামিদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। তদন্ত কর্মকর্তার আবেদনের শুনানিতে সোমবার (২৭ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুজ্জামান এ আদেশ দেন।অভিযুক্তদের গ্রেফতার প্রসঙ্গে রমনা থানার ওসি গোলাম ফারুক বলেন, আমরা তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞার বিষয়টি জেনেছি। তাদের খুঁজছি এবং অবস্থান শনাক্ত হলেই গ্রেফতার করা হবে।

এদিকে ২৯ বছর পর সালমান শাহর হত্যা মামলা নেওয়ার নির্দেশ দেন আদালত। গেল ২০ অক্টোবর এ আদেশের পরদিন সালমানের মামা আলমগীর কুমকুম রমনা থানায় হত্যা মামলা করেন। এতে সামিরা হককে প্রধান আসামি করা হয়। সামিরা ছাড়া অন্য ১০ আসামিরা হলেন—প্রযোজক আজিজ মোহাম্মদ ভাই, খলনায়ক ডন, লতিফা হক লুসি, ডেভিড, জাভেদ, ফারুক, মেফিয়ার বিউটি সেন্টারের রুবি, আবদুস সাত্তার, সাজু ও রিজভী আহমেদ ফরহাদ।

উল্লেখ্য, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর মারা যান সালমান শাহ। তার রহস্যজনক মৃত্যুকে আত্মহত্যা বলে দাবি করেন অভিনেতার সাবেক স্ত্রী সামিরা হক। সালমান শাহর মৃত্যুর প্রায় তিন দশক পর আদালতের নির্দেশে তার অপমৃত্যুর মামলা, হত্যা মামলা হিসেবে গ্রহণ করেছে পুলিশ।

২০ অক্টোবর, মধ্যরাতে রমনা থানায় হত্যা মামলাটি দায়ের করেন সালমান শাহর মামা আলমগীর কুমকুম। এ মামলায় সর্বমোট ১১ জনকে আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে। মামলায় প্রধান আসামি নায়কের সাবেক স্ত্রী সামিরা হক।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ