ঢাকা, বুধবার, ৫ নভেম্বর ২০২৫, ১:০৪ পূর্বাহ্ন

দুই বাংলাতেই নিয়মিত হতে চাই: ফারিন

নতুন একটি প্রজেক্টের কাজে কলকাতায় বর্তমানে কলকাতায় আছেন বহুমাত্রিক মডেল অভিনেত্রী তাসনিয়া ফারিণ। সেখানে যাওয়ার পর থেকে আলোচনায় রয়েছেন এই তারকা। বাংলাদেশের চলচ্চিত্র নিয়ে ভারতীয় এক গণমাধ্যমকে ফারিণ বলেন, ‘আমাদের দেশের সিনেমায় বাজেটে বড় একটা পরিবর্তন এসেছে। এখন বড় বাজেটের কাজ হচ্ছে। কয়েক বছর ধরে দেখছি, ঈদ কেন্দ্র করে সিনে দুনিয়ায় ভালো ব্যবসা হচ্ছে। এর কারণে প্রযোজনাতেও পেশাদারিত্ব এসেছে।

এমন কিছু মানুষ এসেছেন, যারা শুধুই বিনোদন দুনিয়ার সঙ্গে যুক্ত। এতে একটা সুবিধা হয়েছে। আমরা আগে যে গল্প বলতাম, সেটা আরও বড় করে বলতে পারছি। বিভিন্ন দেশ মিলিয়ে শুটিং হচ্ছে। যে গল্প আগে বলার সাহস দেখানো হয়নি, সেগুলো এখন ছবি, সিরিজ বা নাটকে দেখানো হচ্ছে। এগুলোই আমাদের নতুনত্ব।’

ছোটপর্দা থেকে বড়পর্দায় অভিনয় করা প্রসঙ্গে এই অভিনেত্রী বলেন, ‘আমি যখন ছোটপর্দায় কাজ করেছি, তখন বড়পর্দা থেকে এমন কোনো ডাক পাইনি, যেটি রাজি হওয়ার মতো। আবার আমি যখন অতনু ঘোষদার ‘আরও এক পৃথিবী’তে কাজ করলাম, তখনো ছোটপর্দায় অভিনয় করেছি। এখন কী হয়েছে, ছোটপর্দায় নতুন করে আবিষ্কার করার কিছু নেই। সেই খিদে মেটাতে পারে বড়পর্দা। সেজন্য দুই দেশের বড়পর্দায় নিজেকে দেখতে চাইছি। সবার সঙ্গে যোগাযোগ করছি। আমারও সুযোগ আসছে। তার মানে এটা নয়, আমি আর ছোটপর্দার নাটক করব না। ওই মাধ্যমই তো আমায় তাসনিয়া ফারিণ বানিয়েছে।’

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ