ঢাকা, বুধবার, ৫ নভেম্বর ২০২৫, ৩:৪৪ পূর্বাহ্ন

ফরিদপুরে ট্রাকচাপায় আইনজীবী মোসাদ্দেক বশির নিহত

ফরিদপুর জেলা আইনজীবী সমিতির সদস্য ও জেলা জজ কোর্টের এজিপি মোসাদ্দেক আহমেদ বশির সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

রোববার (২৬ অক্টোবর) সন্ধ্যা পৌনে সাতটার দিকে ফরিদপুর শহরের কাছে বদরপুর (মন্ত্রীর বাড়ির কাছে) এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মোসাদ্দেক বশির দীর্ঘদিন ঢাকা টাইমসের নিজস্ব প্রতিবেদক হিসেবে কাজ করেন। আইন-আদালত ও দুদক বিটে দায়িত্ব পালন করেন তিনি। পরে সাংবাদিকতা ছেড়ে আইন পেশায় যোগ দেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এই গ্র্যাজুয়েট।

জানা গেছে, ফরিদপুর জেলা জামায়াতে ইসলামীর যুব বিভাগের সভাপতি ছিলেন মোসাদ্দেক বশির। দলের একটি অনুষ্ঠানে যোগ দিতে তিনি কানাইপুর গিয়েছিলেন। ফেরার পথে বদরপুরে তাকে বহনকারী মোটারসাইকেলকে পেছন থেকে একটি ট্রাক ধাক্কা দিলে তিনি ছিটকে পড়েন। এ সময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান এই তরুণ আইনজীবী।

দুর্ঘটনায় তার সফরসঙ্গী আইনজীবী মজিবর রহমান পায়ে আঘাত পান।

বশিরের স্বজনরা জানান, আইন পেশায় মোসাদ্দেক বশির অল্প দিনেই অনেক জনপ্রিয় হয়ে ওঠেন।

প্রত্যক্ষদর্শী অটোরিকশাচালক জানান, তার সামনে দিয়ে মোটরসাইকেলটি যাচ্ছিল। পেছনে থাকা একটি ট্রাক তার অটোকে দ্রুত ওভারটেক করে মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের পেছনে থাকা মোসাদ্দেক বশির ছিটকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হন।

দুজনকে উদ্ধার করে ফরিদপুরের ৫০০ শয্যা হাসপাতালে নিয়ে যান ওই অটোচালক।

মোসাদ্দেক বশিরের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে আইনজীবী সমিতির সদস্যরা, জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা ও স্বজনরা ভিড় জমান হাসপাতালে। সেখানে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়। সবাই এ ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানান।

সাবেক এই সাংবাদিকের আকস্মিক মৃত্যুর খবরে তার পুরনো সহকর্মীদের মাঝেও শোকের ছায়া নেমে এসেছে। অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে তার স্মৃতিচারণা করে সচিত্র পোস্ট দিয়েছেন। তারা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।

দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে করিমপুর হাইওয়ে থানার ওসি আবু সাঈদ চৌধুরী জানান, একটি ট্রাক মোসাদ্দেক বশিরদের মোটরসাইকেলকে চাপা দিয়ে পালিয়ে যায়। ট্রাকটি শনাক্ত ও চালককে আটক করার চেষ্টা চলছে।’

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ