ঢাকা, বুধবার, ৫ নভেম্বর ২০২৫, ৫:১৬ পূর্বাহ্ন

তুরস্ক উপকূলে নৌকাডুবিতে ১৪ অভিবাসীর মর্মান্তিক মৃত্যু

ই-পেপার
তুরস্কের পশ্চিমাঞ্চলীয় উপকূলে আবারও ঘটল মর্মান্তিক নৌকাডুবির ঘটনা। ইউরোপে অভিবাসনের আশায় যাত্রা শুরু করা একদল মানুষ মৃত্যুর মুখে পড়ে। শুক্রবার সকালে তুরস্কের মুগলা প্রদেশের উপকূলে একটি রাবারের নৌকা ডুবে অন্তত ১৪ জন প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

শুক্রবার (২৪ অক্টোবর) স্থানীয় সময় রাত ১টার কিছু পর এ দুর্ঘটনা ঘটে। মুগলা প্রদেশের বোডরুম উপকূল থেকে যাত্রা শুরু করা নৌকাটিতে ছিলেন ১৮ জন অভিবাসনপ্রত্যাশী। নৌকাটি ইউরোপের উদ্দেশ্যে যাত্রা করেছিল বলে ধারণা করা হচ্ছে। যাত্রার কিছুক্ষণ পরই নৌকার ভেতরে পানি ঢুকতে শুরু করে, এবং মুহূর্তের মধ্যেই সেটি ডুবে যায়।

স্থানীয় গভর্নরের দপ্তর জানায়, এক আফগান নাগরিক সাঁতরে তীরে উঠে দুর্ঘটনার খবর স্থানীয় কর্তৃপক্ষকে জানান। তাঁর তথ্যানুসারে, নৌকায় মোট ১৮ জন যাত্রী ছিলেন। পরবর্তীতে উদ্ধারকর্মীরা বোডরুম উপকূলের সেলেবি দ্বীপের কাছে আরও একজন জীবিত ব্যক্তিকে উদ্ধার করতে সক্ষম হন। তবে উদ্ধার অভিযানে এখন পর্যন্ত সমুদ্র থেকে ১৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

নিখোঁজদের খোঁজে তুর্কি কোস্টগার্ডের চারটি উদ্ধার নৌকা, একটি বিশেষ ডাইভিং টিম এবং একটি হেলিকপ্টার কাজ করছে। গভর্নরের দপ্তর জানিয়েছে, উদ্ধার অভিযান চলমান রয়েছে এবং সমুদ্রে খারাপ আবহাওয়ার কারণে তল্লাশি কার্যক্রম কিছুটা জটিল হয়ে উঠেছে।

এজিয়ান সাগর দীর্ঘদিন ধরে ইউরোপে প্রবেশের অন্যতম বিপজ্জনক রুট হিসেবে পরিচিত। উত্তর আফ্রিকা ও মধ্যপ্রাচ্য থেকে হাজারো অভিবাসী প্রতিনিয়ত এই সাগরপথে ইউরোপে পৌঁছানোর চেষ্টা করে। তুরস্কে ইতোমধ্যে সিরিয়া, ইরাক ও আফগানিস্তান থেকে আগত লাখো শরণার্থী আশ্রয় নিয়েছে, যাদের অনেকেই পুনরায় ইউরোপে যাওয়ার চেষ্টা করেন।

তুরস্কের অভিবাসন ব্যবস্থাপনা অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০১৯ সালে দেশটিতে প্রায় ৪ লাখ ৫৫ হাজার অনিয়মিত অভিবাসী আটক হয়েছিল, যার বেশিরভাগই আফগানিস্তান ও সিরিয়া থেকে আগত। চলতি বছরের ১৬ অক্টোবর পর্যন্তও ১ লাখ ২২ হাজারের বেশি অনিয়মিত অভিবাসীকে আটক করা হয়েছে।

এই দুর্ঘটনা আবারও ইউরোপগামী অভিবাসীদের দুঃসহ বাস্তবতা ও জীবনঝুঁকির চিত্র তুলে ধরল। প্রতিদিন ভালো জীবনের আশায় শত শত মানুষ ভূমধ্যসাগর ও এজিয়ান সাগরের অনিশ্চিত পথে পা রাখছে, কিন্তু অনেকেই পৌঁছাতে পারছেন না গন্তব্যে। তথ্যসূত্র : রয়টার্স

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ