ঢাকা, বুধবার, ৫ নভেম্বর ২০২৫, ৬:৪২ পূর্বাহ্ন

অগ্নিকাণ্ডে ১০ দোকান পুড়ে ছাই, ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

কুমিল্লার তিতাস উপজেলার লালপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ১০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে এবং প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে পুড়ে যাওয়া দোকান মালিকরা জানিয়েছেন।

ঘটনাটি ঘটেছে শুক্রবার (১৭ সেপ্টেম্বর) রাত আনুমানিক সাড়ে ১০টার সময়। স্থানীয়রা এসে চেষ্টা করেও আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি। পরে দাউদকান্দি ফায়ার সার্ভিসকে খবর দিলে একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে। কোথা থেকে আগুনের সূত্রপাত কেউ বলতে পারেনি। আগুনে পুড়ে যাওয়া দোকানগুলো হলো, নয়ন ইলেকট্রনিক, মহাসিন স্টোর, মতিন স্টোর, মনা স্টোর, জাকারিয়া স্টোর, কাউছার ডেকোরেশন, হাজী স্টোর ও ফরহাদ পল্টি ফার্ম। এছাড়াও আশপাশের আরও কয়েকটি দোকানের মালামালের ক্ষয়ক্ষতি হয়েছে।

স্থানীয়রা ধারণা করছেন- কোনো দোকানের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। ব্যবসায়ী মজিবুর রহমান বলেন, প্রতিদিনের মতো টায় দোকান বন্ধ করে বাড়িতে চলে যাই। হঠাৎ খবর পাই বাজারে আগুন লাগছে, এসে দেখি অনেক চেষ্টা করেও আগুন নিয়ন্ত্রণে আসছে না। ফায়ার সার্ভিস আসতে আসতে সব পুড়ে ছাই হয়ে গেছে। এখন প্রশাসন এসে যদি আমাদেরকে সহযোগিতা করে তাহলে আগুনে পুড়ে যাওয়া দোকানিরা ঘুরে দাঁড়াতে পারবো।

ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. শরিফ বলেন, রাত আনুমানিক ১১ টায় আমরা খবর পাই তিতাস উপজেলার লালপুর বাজারে আগুন লেগেছে। তাৎক্ষণিক আমরা একটি ইউনিট নিয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখন নির্ণয় করা সম্ভব হয়নি।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ