ভারতের ত্রিপুরা রাজ্যের খোয়াই জেলার আশারামবাড়িতে গণপিটুনিতে ‘৩ বাংলাদেশি নিহত হয়েছেন’। তারা হলেন, চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের আলীনগর গ্রামের মৃত আশ্বব উল্লার ছেলে জুয়েল মিয়া (২৫), বাসুল্লা গ্রামের কনা মিয়ার ছেলে পন্ডিত মিয়া (৩০) ও কবিলাষপুর গ্রামের কদ্দুস মিয়ার ছেলে সজল মিয়া (২৮)।
বিভিন্ন সূত্রে জানা গেছে, ওই ৩ জন ১৪ অক্টোবর থেকে নিখোঁজ ছিলেন।

নির্ভরযোগ্য সূত্র জানায়, ১৫ অক্টোবর ওই ৩ জনকে আশারামবাড়ির বিক্ষুব্ধ জনতা আটক করে গণপিটুনি দেয়। ঘটনাস্থলেই তারা মারা যান। খবর পেয়ে ত্রিপুরার খোয়াই থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে খোয়াই হাসপাতাল মর্গে নিয়ে আসে।
খোয়াই পুলিশ সূত্র জানায়, নিহত ব্যক্তিরা সীমান্তের চাম্পাহাওর এলাকার বিদ্যাবিল গ্রাম থেকে একটি গরু চুরি করে নিয়ে যাওয়ার সময় জনতা দেখে ফেলে। পরে তাদেরকে আটক করে পিটিয়ে মেরে ফেলে। সূত্র জানায়, নিহত ব্যক্তিদের পরিচয় শনাক্ত করতে না পারায় মরদেহের ময়নাতদন্ত এখনও হয়নি।



















