দেশের নাগরিকদের ব্যক্তিগত ও সংবেদনশীল তথ্য চুরি করে টাকার বিনিময়ে বিক্রি করত একটি সংঘবদ্ধ চক্র। ফেসবুকে পোস্ট দিয়ে সিমের মালিকানা, কললিস্ট (সিডিআর), জাতীয় পরিচয়পত্র (NID) ডেটা, বিকাশ ও ব্যাংক অ্যাকাউন্টের তথ্যসহ বিভিন্ন ব্যক্তিগত তথ্য বেচাকেনার অভিযোগে চক্রটির একজন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। তার নাম সিয়াম হাওলাদার। তিনি লক্ষীপুর জেলার কমলনগর থানার চর পাগলা এলাকার বাসিন্দা।
সিআইডির সাইবার পুলিশ সেন্টারের (সিপিসি) সাইবার ইন্টেলিজেন্স অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট শাখার একটি চৌকস দল গত ১৩ অক্টোবর (রাত) কমলনগর এলাকায় অভিযান চালিয়ে সিয়ামকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে মোবাইল ফোন, সিমকার্ড, হার্ডডিস্কসহ অপরাধে ব্যবহৃত বিভিন্ন আলামত জব্দ করা হয়।

সিআইডি জানায়, গ্রেফতার সিয়াম সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি সংঘবদ্ধ চক্রের সক্রিয় সদস্য ছিল। তিনি অর্থের বিনিময়ে নাগরিকদের এনআইডি ডেটা, এসএমএস তালিকা, কল ডিটেইলস রেকর্ড (সিডিআর), বিকাশ অ্যাকাউন্ট তথ্য, ব্যাংক বিবরণী ও মামলা সম্পর্কিত তথ্য বেআইনিভাবে সেবা হিসেবে বিক্রি করত।
প্রাথমিক তদন্তে জানা গেছে, সিয়াম এবং তার সহযোগীরা বিভিন্ন ডাটাবেজ ও ডিজিটাল প্ল্যাটফর্মে অনুপ্রবেশ করে তথ্য সংগ্রহ করে বিক্রি করত। এসব তথ্য দেশের নাগরিকদের গোপনীয়তা ও নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি তৈরি করেছিল। এ ঘটনায় পল্টন মডেল থানায় মামলা হয়েছে। মামলাটির তদন্ত করছে সিআইডির সাইবার পুলিশ সেন্টার (সিপিসি)।
গ্রেফতার সিয়ামকে আদালতে সোপর্দ করা হয়েছে এবং তার বিরুদ্ধে রিমান্ডের আবেদনসহ পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।

সিআইডি জানায়, দেশের নাগরিকদের ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা নিশ্চিত করত এবং চক্রটির অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতারের লক্ষ্যে তদন্ত ও অভিযান অব্যাহত রয়েছে।


















