ঢাকা, বুধবার, ৫ নভেম্বর ২০২৫, ৫:১৬ পূর্বাহ্ন

বাংলাদেশের আজ হোয়াইটওয়াশ এড়ানোর চ্যালেঞ্জ

আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচ হেরে ইতোমধ্যে সিরিজ খুইয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। এবার হোয়াইটওয়াশের লজ্জা এড়ানোর লক্ষ্য নিয়ে সিরিজের শেষ ম্যাচে আফগানদের মুখোমুখি হতে যাচ্ছে টাইগাররা।

আবুধাবির জায়েদ স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে শুরু বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস এবং নাগরিক টিভি।

প্রথম ওয়ানডেতে আফগানিস্তানের কাছে ৫ উইকেটে হার দিয়ে সিরিজ শুরু করে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচেও চরম ব্যাটিং ব্যর্থতায় ৮১ রানের হার বরণ করে এক ম্যাচ বাকী থাকতে সিরিজ হাতছাড়া করে টাইগাররা।

অথচ আত্মাবিশ্বাসী হয়েই ওয়ানডে সিরিজ খেলতে নেমেছিল বাংলাদেশ। কারণ ওয়ানডের আগে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে আফগানদের হোয়াইটওয়াশ করেছিল টাইগাররা। ৪, ২ ও ৬ উইকেটে ঐ তিন ম্যাচ জিতেছিল তারা। টি-টোয়েন্টির পারফরমেন্স ধরে রাখতে না পারায়, আফগানদের কাছে ওয়ানডে ফরম্যাটে হোয়াইটওয়াশের লজ্জার মুখে পড়েছে মেহেদি হাসান মিরাজের দল।

মূলত ব্যাটারদের ব্যর্থতায় আফগানিস্তানের কাছে ওয়ানডে সিরিজ হেরেছে বাংলাদেশ। একই সমস্যা টি-টোয়েন্টি সিরিজেও লক্ষ্য করা গেছে। কিন্তু ভাগ্যের সহায়তায় টি-টোয়েন্টি সিরিজের তিন ম্যাচেই জয় পায় টাইগাররা। তবে আফগানিস্তান সিরিজের আগ থেকেই ওয়ানডেতে বাজে সময় পার করছিল বাংলাদেশ।

আফগানিস্তানের কাছে প্রথম দুই ম্যাচ হেরে ব্যর্থতার বৃত্তেই আটকে থাকে বাংলাদেশ। ওয়ানডেতে নিজেদের সর্বশেষ ১১ ম্যাচের মধ্যে ১০টিতে হেরেছে টাইগাররা।

হোয়াইটওয়াশ এড়ানোর জন্য ব্যাটারদের কাছ থেকে বড় ইনিংস প্রত্যাশা করছেন বাংলাদেশ অধিনায়ক মিরাজ। তিনি বলেন, ‘টপ অর্ডারে আমাদের বড় জুটি দরকার ছিল। তাহলে ম্যাচের চিত্র অন্যরকম হতো। কিন্তু কোনও ব্যাটারই দায়িত্ব নিতে পারেনি। এটি খুবই হতাশাজনক।’

তিনি আরও বলেন, ‘এখনও আমাদের একটি ম্যাচ বাকি আছে। আমাদের ঘুরে দাঁড়াতে হবে। ব্যাটারদের আরও উন্নতি করতে হবে এবং দায়িত্ব নিয়ে খেলতে হবে।’

ওয়ানডেতে এখন পর্যন্ত আফগানিস্তানের বিপক্ষে ২১ ম্যাচ খেলে ১১টিতে জিতেছে বাংলাদেশ। আফগানদের জয় আছে ১০ ম্যাচে। সিরিজের তৃতীয় ম্যাচ জিতলে শুধুমাত্র বাংলাদেশকে হোয়াইটওয়াশই করবে না, ওয়ানডেতে জয় ও হার বিবেচনায় প্রথমবারের মত টাইগারদের সমান হবে আফগানিস্তান।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ