ঢাকা, বুধবার, ৫ নভেম্বর ২০২৫, ১:০৫ পূর্বাহ্ন

রপ্তানি বাণিজ্য সহজ করতে দেশীয় বীমা কভারেজের অনুমতি

দেশের রপ্তানি বাণিজ্য সহজ ও গতিশীল করতে দেশীয় বীমা কোম্পানির কাভারেজের বিপরীতে ওপেন অ্যাকাউন্ট ক্রেডিট টার্মে পণ্য রপ্তানির অনুমতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

মঙ্গলবার (৭ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ এ বিষয়ে একটি সার্কুলার জারি করেছে।

বাংলাদেশ ব্যাংকের এই সিদ্ধান্তে রপ্তানিকারকদের পাশাপাশি স্থানীয় বীমা কোম্পানিগুলো লাভবান হবে। তাদের ব্যবসা সম্প্রসারণের নতুন সুযোগ ও রাজস্ব বৃদ্ধির সম্ভাবনা তৈরি হবে।

আলোচিত সার্কুলারের মাধ্যমে ব্যাংকগুলোকে স্থানীয় বীমা কোম্পানি থেকে পেমেন্ট অ্যান্ডারটেকিং বা পেমেন্ট রিস্ক কাভারেজে গ্রহণের জন্য অনুমতি দেওয়া হয়েছে। এর আগে শুধু বিদেশস্থ ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে পেমেন্ট অ্যান্ডারটেকিং নিয়ে ওপেন অ্যাকাউন্ট পদ্ধতিতে রপ্তানির সুযোগ ছিল।

নতুন সার্কুলার অনুযায়ী, এখন দেশীয় বীমা কোম্পানির মাধ্যমে ইস্যুকৃত বৈদেশিক মুদ্রায় বিমা পলিসির ভিত্তিতে ওপেন অ্যাকাউন্ট পদ্ধতিতে রপ্তানি করা যাবে। রপ্তানি আয় দেশে প্রত্যাবাসিত না হলে বীমা দাবি বৈদেশিক মুদ্রায় নিষ্পত্তি করতে হবে বলে সার্কুলারে বলা হয়েছে। এ ধরনের বিমা কাভারেজের বিপরীতে বীমা কোম্পানি সংশ্লিষ্ট নিয়ন্ত্রণ কাঠামোর আওতায় বিদেশ থেকে পুনঃবীমা নেওয়া যাবে বলেও সার্কুলারে বলা হয়েছে। এছাড়াও, স্থানীয় বীমা কোম্পানির কাভারেজের ভিত্তিতে সংশ্লিষ্ট রপ্তানির বিপরীতে ব্যাংক রপ্তানিত্তোর অর্থায়ন করতে পারবে।

 

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ