ঢাকা, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫, ২:০৮ অপরাহ্ন

কাগজ খাতের ৩ কোম্পানিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বেড়েছে

পুঁজিবাজারে তালিকাভুক্ত পেপার অ্যান্ড প্রিন্টিং বা কাগজ খাতের ৬ কোম্পানির মধ্যে ৩ কোম্পানিতে প্রাতিষ্ঠানিক বিনয়োগকারী বেড়েছে। জুলাই মাসের তুলানায় আগস্ট মাসে কোম্পানিগুলোতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী বেশি সক্রিয় হয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে- হাক্কানি পালপ অ্যান্ড পেপার, মাগুরা মাল্টিপ্লেক্স ও সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেড।

হাক্কানি পাল্প

হাক্কানি পাল্পের মোট শেয়ার সংখ্যা ১ কোটি ৯০ লাখ। কোম্পানিটির পরিশোধিত মূলধন ১৯ কোটি টাকা। জুলাই মাসে হাক্কানি পাল্পের প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ৫.৭৬ শতাংশ। আগস্ট মাসে বেড়ে হয় ১০.৯৮  শতাংশ। কোম্পানির উদ্যোক্তা পরিচালকদের হাতে ৪৭.২৮ শতাংশ, বিদেশিদের কাছে দশমিক ০৫ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে ৪১.৬৯ শতাংশ শেয়ার আছে।

মাগুরা মাল্টিপ্লেক্স

কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ২ কোটি ৯৬ লাখ ৩ হাজার ৩৭৮টি। কোম্পানিটির পরিশোধিত মূলধন ২৯ কোটি ৬০ লাখ টাকা। জুলাই মাসে কোম্পানিটির প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ৭.৩২ শতাংশ। আগস্ট মাসে বেড়ে হয় ৮.২৭ শতাংশ। কোম্পানির উদ্যোক্তা পরিচালকদের হাতে ৪৫.৮১ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে ৪৫.৯২ শতাংশ শেয়ার আছে।

সোনালী পেপার

কোম্পানটির মোট শেয়ার সংখ্যা ৩ কোটি ২৯ লাখ ৪৫ হাজার ১৮৮টি। কোম্পানিটির পরিশোধিত মূলধন ৩২ কোটি ৯৪ লাখ টাকা। জুলাই মাসে কোম্পানিটির প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ৬ দশমিক ৫১ শতাংশ। আগস্ট মাসে বেড়ে হয় ৭ দশমিক ১৩ শতাংশ। কোম্পানির উদ্যোক্তা পরিচালকদের হাতে ৬৭.৫১ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে ২৫.৩৬ শতাংশ শেয়ার আছে।

 

বিজনেস আই/

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন