ঢাকা, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ৩:৩১ পূর্বাহ্ন

শারজায় লটারি কিনে রেঞ্জ রোভার জিতলেন বাংলাদেশি আহমেদ নবি

সংযুক্ত আরব আমিরাতের শারজায় লটারি কিনে ব্র্যান্ড নিউ রেঞ্জ রোভার ভেলার গাড়ি জিতেছেন প্রবাসী বাংলাদেশি মোহাম্মদ সাইফুল ইসলাম আহমেদ নবি (৪৩)। খুচরা পার্টসের দোকানে কর্মরত আহমেদ নবি ২৫ বছর আগে ভাগ্য অন্বেষণে সংযুক্ত আরব আমিরাতে যান। সম্প্রতি তিনি বিগ টিকেটস ড্রিম কার প্রাইজের লটারি কিনে এই সৌভাগ্য অর্জন করেন।

গালফ নিউজের প্রতিবেদনে জানানো হয়, শারজায় বসবাসরত আহমেদ নবি টিকিট নম্বর ০২২১১৮ দিয়ে সিরিজ ২৭৯-এর লটারিতে অংশ নিয়েছিলেন। ১৮ সেপ্টেম্বর তিনি টিকিটটি কিনেছিলেন। গাড়ি জেতার পর তিনি বলেন, “খবরটা শোনার পর আমি আনন্দে আত্মহারা হয়ে গিয়েছিলাম। প্রথমে বিশ্বাসই করতে পারিনি। এটা আমার ভাগ্যেই লেখা ছিল।”

গত তিন-চার বছর ধরে ১০ জনের একটি গ্রুপ করে বিগ টিকেট কিনে আসছেন আহমেদ নবি। তবে এবারের টিকিটে তিনি একাই বিজয়ী হন। তিনি পরিবারকে বাংলাদেশে রেখে শারজায় একা বসবাস করেন।

একই দিন শারজায় প্রবাসী আরেক বাংলাদেশি হারুণ সরদার নূর নবি সরদারও বড় পুরস্কার জেতেন— ২০ মিলিয়ন দিরহামের জ্যাকপট। এই সাফল্যে দুজনেরই উৎসাহ আরও বেড়ে গেছে। আহমেদ নবি বলেন, “আমি অবশ্যই টিকিট কিনে যাব। অন্যদেরও বলবো— চেষ্টা চালিয়ে যান, একদিন আপনারও ভাগ্য খুলতে পারে।”

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ