ঢাকা, বুধবার, ৫ নভেম্বর ২০২৫, ৮:২৩ পূর্বাহ্ন

৪ দিনের ছুটি শেষে রবিবার খুলবে ব্যাংক ও পুঁজিবাজার

টানা চার দিনের সরকারি ছুটি শেষে আগামীকাল রবিবার (৫ অক্টোবর) খুলবে ব্যাংক ও পুঁজিবাজার। সনাতন ধর্মালম্বী হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজা উপলক্ষে গত বুধ ও বৃহস্পতিবার (১ ও ২ অক্টোবর) থেকে টানা ৪দিনের সরকারি ছুটিতে রয়েছে দেশের ব্যাংক ও পুঁজিবাজার।

ঢাকা, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (ডিএসই-সিএসই) ও বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব দূর্গাপূজা উপলক্ষে ১ ও ২ অক্টোবর সরকারী-বেসরকারী সব অফিস-আদালত ও ব্যাংক বন্ধ থাকবে। একই সাথে এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) উভয় পুঁজিবাজার বন্ধ থাকবে। আর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় টানা চার দিনের ছুটিতে রয়েছে ব্যাংক ও পুঁজিবাজার।

ছুটি শেষে আগামীকাল রবিবার (৫ অক্টোবর) থেকে যথা সময়ে ব্যাংকিং কারযক্রম চালু হবে। সকাল ১০টা থেকে দুই পুঁজিবাজারেও লেনদেন চলবে।

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন