ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের আড়াই ঘণ্টার মধ্যে বিক্রেতা উধাও হয়ে গেছে মিরাকল ইন্ডাস্ট্রিজের শেয়ারে। এতে কোম্পানিটির শেয়ার হল্টেড হয়ে মূল্য স্পর্শ করছে সার্কিট ব্রেকারে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, আজ বুধবার (৭ সেপ্টেম্বর) বেলা ১২টা ৩৮ মিনিট পর্যন্ত মিরাকলের স্ক্রিনে ৬ লাখ ৪১ হাজার ১৬৬টি শেয়ার কেনার আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য ছিল। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৩৩ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়।
গতকাল শেয়ারটির সমাপনী দর ছিল ৩০ টাকা ৯০ পয়সা।
উল্লেখ্য, সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন (বিসিআইসি) শিল্প মন্ত্রণালয়ের অনুমোদনক্রমে তাদের মোট ব্যাগ চাহিদার ৫০ শতাংশ মিরাকল ইন্ডাস্ট্রিজ থেকে ক্রয়ের সিদ্ধান্ত নিয়েছে। আর এমন খবর প্রকাশের পর আজ মিরাকলের শেয়ারে বিনিয়োগকারীদের আগ্রহ বাড়তে থাকে। সামনে কোম্পানিটির শেয়ার দর আরও বাড়তে পারে এমন আশায় বিক্রেতারা শেয়ারটি এখনই হাতছাড়া করতে চাচ্ছেন না।



















