ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ সোমবার লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির তালিকায় উঠে এসেছে ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স। কোম্পানিটির আজ ২৭ কোটি ৩০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
সূত্র জানায়, আজ ডিএসইতে কোম্পানিটির ৪ হাজার ২৩৩ বার হাতবদল হয়েছে।
লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে সামিট অ্যালায়েন্স পোর্ট লিমিটেড। কোম্পানিটির ২৩ কোটি ৩৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ওরিয়ন ইনফিউশন ২২ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ২২ কোটি ৩৫ লাখ, টেকনো ড্রাগ ১৫ কোটি ৩১ লাখ, এশিয়াটিক ল্যাবরেটরিজ ১৩ কোটি ১৪ লাখ, সিটি ব্যাংক ১৩ কোটি ৬ লাখ, ব্রাক ব্যাংক ১২ কোটি ৮৩ লাখ, ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্কস ১২ কোটি ১২ লাখ ও ফারইস্ট নিটিং অ্যান্ড ডাইং ১০ কোটি ৯০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।