ঢাকা, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫, ৬:১৮ অপরাহ্ন

দর কমলেও লেনদেনে সেরা খান ব্রাদার্স

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রবিবার লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির তালিকায় স্থান কেরে নিয়েছে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড। আজ কোম্পানিটির ২৫ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার শীর্ষে রয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, রবিবার খান ব্রাদার্স ৪ হাজার ১৭২ বারে ১৬ লাখ ১০ হাজার ৩৩২টি শেয়ার লেনদেন করে।

যদিও আজ খান ব্রাদার্সের দর কমেছে। শেয়ারটির দর বৃদ্ধির মত কোন কারণ না থাকলেও গত ১ মাসে টানা দর বেড়েছে।

’বি’ ক্যাটাগিরর খান ব্রাদার্স ২০১৪ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। ২০২৪ সালে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ১ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল। কোম্পানিটির মোট রিজার্ভ রয়েছে ১৮ কোটি ৪৩ লাখ টাকা।

খান ব্রাদার্সের মোট শেয়ারের মধ্যে সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৩৭.৪৭ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের ৪.৭৮ শতাংশ, বিদেশি বিনিয়োগকারীদের দশমিক ১৬ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৫৭.৫৯ শতাংশ শেয়ার আছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন